Debjani Mukherjee: দশ বছর পর প্যারোলে মুক্তি, ৬ ঘণ্টার জন্য বাড়ি ফিরলেন সারদায় অভিযুক্ত দেবযানী

কারাগারের অন্ধকার থেকে ১০ বছর পর ৬ ঘণ্টার জন্য বাড়ি ফিরলেন সারদাকাণ্ডে অন্যতম চক্রী দেবযানী মুখোপাধ্যায়। রবিবার আদালতের অনুমতি নিয়ে তাঁকে প্যারোলে মুক্তি দেয় দমদম মহিলা সংশোধনাগার কর্তৃপক্ষ। এর পর পুলিশি প্রহরায় ঢাকুরিয়ার পৈত্রিক বাড়িতে এসে অসুস্থ মায়ের সঙ্গে দেখা করেন তিনি।

দেবযানীর প্যারোলে মুক্তি উপলক্ষে রবিবার সকাল থেকে তাঁর বাড়িতে ছিল পুলিশি তৎপরতা। ঢাকুরিয়ার তিন তলা বাড়ি নলিনী নিকেতনে অযত্নের ছাপ স্পষ্ট। রাজ্যের সর্ববৃহৎ আর্থিক দুর্নীতিতে ১০ বছর জেলবন্দি বাড়ির একমাত্র মেয়ে। দ্রুত তাঁর মুক্তির সম্ভাবনাও কম। প্রবীণ পিতা – মাতার তাই হতাশা চেপে রাখার সুযোগও নেই।

এদিন দুপুরে দমদম মহিলা সংশোধনাগার থেকে পুলিশি পাহারায় বেরোন দেবযানী। প্রায় ১ ঘণ্টা পর পৌঁছন ঢাকুরিয়ার বাড়িতে। তখন বাড়ির চারিদিক ছেয়ে গিয়েছে সাদা পোশাকের পুলিশে। পুলিশকর্মীরাই তাঁকে বাড়িতে ঢুকিয়ে দেন। দেবযানীর পরনে ছিল গাঢ় সবুজ সালোয়ার – কামিজ। মাথা ছিল কালো ওড়নায় ঢাকা।

২০১৩ সালের এপ্রিলে কাশ্মীরের সোনমার্গ থেকে সুদীপ্ত সেনের সঙ্গে গ্রেফতার হন দেবযানী। সেই থেকে ১০ বছর ২ মাস জেলবন্দি তিনি। মা শর্বরী মুখোপাধ্যায় মেয়ের সঙ্গে জেলে গিয়ে মাঝেমাঝেই দেখা করতেন। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পরই মা – মেয়ের সাক্ষাৎ বন্ধ হয়ে যায়। আদালতে মাকে দেখতে যাওয়ার অনুমতি চান দেবযানী। সেই আবেদনে সাড়া দিয়ে তাঁকে ৬ ঘণ্টার জন্য জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার দেবযানীর বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন তাঁর মামলা থাকায় রবিবার তাঁকে মায়ের সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হল।