Hockey India Announces Senior Men’s Team Core Group Ahead Of Asian Champions Trophy

নয়াদিল্লি: সামনেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Hockey Champions Trophy 2023)। তার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ৩৯ সদস্যের সিনিয়র হকি দলের একটি কোর গ্রুপের নাম ঘোষণা করল হকি ইন্ডিয়া। যাঁরা সিনিয়র দলের ক্যাম্পে অংশ নেবেন। আগামী ২৬ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বেঙ্গালুরুর সাইতে আয়োজিত হবে এই ক্যাম্প। সেই ক্যাম্পে যাঁরা অংশ নিচ্ছেন তাঁদের নিয়েই স্পেন সফরে খেলতে যাবে ভারতীয় হকি দল। স্প্যানিশ হকি ফেডারেশনের ১০০ বর্ষপূর্তি উপলক্ষে চারদেশীয় হকি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সেখানে স্পেন ছাড়াও অংশ নেবে নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও ভারত। জুলাইয়ের ২৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এরপর অগাস্ট মাসে বসতে চলেছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। চেন্নাইতে বসতে চলেছে এই টুর্নামেন্ট। ৩ অগাস্ট থেকে শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। কোরিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, জাপান ও চিন খেলবে খেতাবের লড়াইয়ে। 

যাঁদের নাম রয়েছে এই ৩৯ সদস্য়ের দলে, তাঁরা হলেন, কৃষাণ বাহাদুর পাঠক, শ্রীজেশ পারাত্তু রবীন্দ্রন, সুরজ কারকেরা, পবন মালিক, প্রশান্ত কুমার চৌহান ডিফেন্ডাররা, জারমানপ্রীত সিং, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং, বরুণ কুমার, অমিত রোহিদাস, গুরিন্দর সিং, জুগরাজ সিং, মনদীপ মোর, নীলম সঞ্জীপ জেস সঞ্জয়, যশদীপ সিওয়াচ, দীপসান তিরকি, মনজিৎ মিডফিল্ডার, মনপ্রীত সিং, হার্দিক সিং, বিবেক সাগর প্রসাদ, মইরাংথেম রবিচন্দ্র সিংহ, শমসের সিং, নীলাকান্ত শর্মা, রাজকুমার পাল, সুমিত, আকাশদীপ সিং, গুরজন্ত সিং, মহঃ রাহেল মুঈন, মনিন্দর সিং ফরওয়ার্ডস, এস কার্তি, মনদীপ সিং, ললিত কুমার উপাধ্যায়, অভিষেক, দিলপ্রীত সিং, সুখজিৎ সিংহ, সিমরনজিৎ সিংহ, শীলানন্দ লাকড়া, পবন রাজভর

ভারতীয় হকি দলের কোচ ক্রেইগ ফুলটন বলছেন, ”আমরা বেলজিয়াম ও নেদারল্যান্ডসে FIH পুরুষ হকি প্রো লিগ ২০২২-২৩ ম্যাচগুলোতে ভাল পারফর্ম করেছি এবং এখন আমরা কিছু ধারাবাহিকতা বজায় রাখার আশা করি, বিশেষ করে এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলেছে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোতে।” তিনি আরও বলেন, ”ক্যাম্পটি আমাদের জন্য একটি সুযোগ হয়ে উঠবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নিজেদেরকে উন্নত করার এবং আবার একটি ইউনিট হিসেবে একসঙ্গে কাজ করার। হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চেন্নাই 2023 অগাস্টে অনুষ্ঠিত হতে চলেছে, এর পরে চিনের হ্যাংঝুতে এশিয়ান গেমস 2023 অনুষ্ঠিত হবে, তার জন্য়ও এই ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।