Dhanbad DRM: আমার বউকে জুতো খুলতে বলেছিস! হাসপাতাল কর্মীকে জামাকাপড় খুলিয়ে ‘শাস্তি দিলেন রেলের DRM’

ধানবাদের রেলের ডিআরএম কমল কিশোর সিনহা। তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। তিনি রেলের  একটি হাসপাতালের ওয়ার্ড বয়কে নগ্ন করে শাস্তি দিয়েছেন বলে অভিযোগ। ওয়ার্ড বয় বসন্ত উপাধ্য়ায়কে অমানবিক শাস্তির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, ডিআরএমের স্ত্রী চিকিৎসককে দেখাতে গিয়েছিলেন। আর সেখানে ওই ওয়ার্ড বয় ওই মহিলাকে জুতো ছেড়ে চিকিৎসকের ঘরে ঢুকতে বলেছিলেন। অপরাধ বলতে এটাই। আর তার জেরে ওয়ার্ড বয়কে অমানবিক শাস্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ। 

ডিআরএমের অফিসে ডেকে নিয়ে গিয়ে তার পিএ এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ। ঘটনার পরেই আতঙ্কে রেল হাসপাতালে ভর্তি হন ওই ওয়ার্ড বয়। 

একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই ওয়ার্ড বয় জানিয়েছেন তিনি হাসপাতাল চত্বরে ডিউটিতে ছিলেন। সেই সময় ডিআরএমের স্ত্রী চিকিৎসকের সঙ্গে দেখা করতে আসেন। এদিকে তিনি তাঁকে অনুরোধ করেন জুতো খুলে ওয়ার্ডে যেতে। কিন্তু তিনি সেটা শোনেননি। তিনি গটগট করে জুতো পরে হেঁটে ভেতরে চলে যান। 

এদিকে ঘটনার পরে বাড়ি ফিরে গিয়ে ওই ওয়ার্ড বয়ের বিরুদ্ধে সম্ভবত তিনি ডিআরএমের কাছে নালিশ পেয়েছিলেন। এরপরই ডিআরএম অফিস থেকে ওই ওয়ার্ড বয় সহ হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়। এরপর সেখানে ডিআরএম ওই ওয়ার্ড বয়কে চূড়ান্ত বকাবকি করেন। এরপর ডিআরএমের পিএ জোর করে ওয়ার্ড বয়ের জামাকাপড় খুলতে বাধ্য করেন। এরপর সেই অর্ধনগ্ন অবস্থায় বাড়ি যাওয়ার জন্য তাকে নির্দেশ দেন। 

এদিকে ঘটনার পর থেকেই স্বাস্থ্যকর্মীদের মধ্য়ে চরম ক্ষোভ দানা বাঁধে। তারা ডিআরএম অফিসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে। এমনকী কাজ বন্ধ করে দিয়ে তারা প্রতিবাদে শামিল হন। 

এদিকে ঘটনার খবর পেয়েই এডিআরএম হাসপাতালে পৌঁছন। তিনিও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। তিনি ধর্মঘট তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। এনিয়ে তদন্তের আশ্বাসও তিনি দিয়েছেন।

গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। তিনি রেলমন্ত্রীকেও এনিয়ে ট্যাগ করেছেন। 

ওয়ার্ড বয় বসন্ত উপাধ্যায়ের স্ত্রী জানিয়েছেন, স্বামীর কোনও দোষ নেই। কোনওদিন সে জোর গলাতে কারোর সঙ্গে কথাও বলে না। তার বিরুদ্ধে ভুল অভিযোগ তোলা হচ্ছে। তবে তাকে দেখার জন্য় রেলের কোনও আধিকারিক আসেননি বলেও তার দাবি। সব মিলিয়ে এই ঘটনায় শোরগোল পড়েছে ধানবাদ রেল বিভাগে।