Plane accident: ওড়ার আগেই রানওয়েতে ফেটে গেল বিমানের টায়ার, আহত ১১ যাত্রী

উড়ান শুরু করার ঠিক আগের মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। রানওয়েতে বিমানের চাকার টায়ার ফেটে ঘটল বিপত্তি। ঘটনায় কমপক্ষে ১১ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের আঘাত বেশি। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে। উড়ানের সময় দুর্ঘটনার মুখে পড়ে ক্যাথায় প্যাসিফিক সংস্থার সিএক্স ৮৮০ বিমান। তার জেরে বিমানের উড়ান বাতিল করে দেওয়া হয়।

আরও পড়ুন: মাঝ-আকাশে জ্বলছে দুবাইগামী বিমান, কাঠমাণ্ডু থেকে টেক-অফের পরেই আগুন

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানটি হংকং থেকে লস অ্যাঞ্জেলসে যাওয়ার কথা ছিল। বিমানে ১৭ জন ক্রু সদস্য এবং ২৯৩ জন যাত্রী ছিলেন। বিমান উড়ান শুরু করার জন্য রানওয়ে ধরে এগিয়ে যাওয়ার সময় আচমকা বিকট শব্দে ফেটে যায় একটি টায়ার। বুঝতে পেরে এমার্জেন্সি ব্রেক কষে মাঝপথে বিমানটিকে দাঁড় করিয়ে দেন পাইলট। তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে যায় বিমানটি। এরপরেই পাঁচটি এমার্জেন্সি এক্সিট গেট খুলে দেওয়া হয়। এসকেপ স্লাইডের সাহায্যে বিমান থেকে যাত্রীদের নামানো হয়। সেই সময় ১১ জন যাত্রী আহত হন। আহত যাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে নয়জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, বিমানের একটি টায়ার অতিরিক্ত গরম হওয়ার ফলে সেটি ফেটে যায়।

যদিও বিমান সংস্থার দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। সংস্থার পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, যাত্রীদের এক্সিট গেট দিয়ে নামানোর সময় ১১ জন আহত হয়েছেন। দু’জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। উড়ান সংস্থা জানিয়েছে, যাত্রীদের যাবতীয় চিকিৎসার খরচ তারাই বহন করবে। পরিবারকে সব রকমের সাহায্য করা হবে বলে উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে। 

এই ঘটনার জন্য চরম সমস্যায় পড়েন যাত্রীরা। এর জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেয় উড়ান সংস্থা। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে উড়ান বাতিল করে দেওয়া হয়। উড়ান সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ আহত যাত্রীদের মধ্যে নয়জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যান্য যাত্রীদের আলাদা আলাদা বিমানে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করে উড়ান সংস্থা।

আরও জানা গিয়েছে, বিমানটি জরুরি ব্রেক কষার ফলে ১২ চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটিকে মেরামতের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত করা হবে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।