দেশদ্রোহিতায় অভিযুক্ত ইমরানকে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পদে কেন? প্রশ্ন BJP-র

দেশদ্রোহিতায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানকে রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান করায় আপত্তি জানাল বিজেপি। আপত্তি জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে রাজ্য বিজেপি। ইমরানকে সরানোর দাবিতে টুইট করেছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি চার্লস নন্দী।

২০১৪ সালে আহমেদ হাসান ইমরানকে রাজ্যসভার সাংসদ করে তৃণমূল। তখন তিনি কলম নামে একটি সংবাদপত্রের সম্পাদক ছিলেন। অভিযোগ সেই কাগজ সারদার টাকায় চলত। সারদা গোষ্ঠীর মুদ্রণ সংস্থার পরিচালনগোষ্ঠীতে ছিলেন তিনি। সাংসদ হওয়ার সময় সারদাগোষ্ঠীর সঙ্গ ত্যাগ করেন বলে দাবি তাঁর। শুধু তাই নয়, আহমেদ হাসান ইমরানের সঙ্গে বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী জামাত উল মুজাহিদিন বাংলাদেশের যোগ রয়েছে বলে অভিযোগ ওঠে। এমনকী সারদার টাকা হাসান ইমরানের মাধ্যমে জেএমবির কাছে গিয়েছে বলে এক গোয়েন্দা রিপোর্টে জানায় বাংলাদেশ সরকার।

অভিযোগ, এদেশে জামাতের গুরুত্বপূর্ণ পদে ছিলেন ইমরান। এমনকী একদা সিমির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যদিও ইমরানের দাবি, সিমি নিষিদ্ধ হওয়ার পর তিনি তাদের সঙ্গ ত্যাগ করেন। এহেন এক ব্যক্তিকে রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।