Use Joe Root As Spinner, So Go Down Four Seamers Route: Nasser Hussain Offers Advice To England

লন্ডন: অ্যাশেজের (Ashesh 2023) প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। ইংল্যান্ডকে (England) তাঁদের ঘরের মাঠে ২ উইকেটে হারিয়ে দুর্দান্তভাবে সিরিজ শুরু করেছে অজিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে প্যাট কামিন্সের দল। হারের পর থেকেই ইংল্যান্ডের গেমপ্ল্যান থেকে দল বাছাই সব কিছু নিয়েই প্রশ্ন উঠছে। আগামী ২৮ জুন থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। তার আগে ইংল্যান্ড শিবিরকে পরামর্শ দিলেন নাসের হুসেন। দল বাছাইয়ের ক্ষেত্রে ১ জন স্পিনার হিসেবে জো রুটকে ব্যবহার করার কথা জানিয়েছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। এমনকী ৪ পেসারকে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি। 

কী বলছেন নাসের হুসেন?

ইংল্য়ান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন বলছেন, ”আমার মনে হয় চার পেসারে খেলতে পারে ইংল্যান্ড। মার্ক উডকে খেলানো যেতে পারে চতুর্থ পেসার হিসেবে। মঈন আলির পরিবর্তে খেলানো যেতে পারে উডকে। সেক্ষেত্রে একজন স্পিনার হিসেবে জো রুটকে ব্যবহার করা হোক। ক্রিস ওকসকেও ভাবতে পারে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। ওকসের লর্ডসে রেকর্ড খুবই ভাল। ব্যাট হাতেও দলকে ভরসা জোগাতে পারেন তিনি। ফলে উড বা ওকসের মধ্যে একজনকে খেলানো যেতে পারে প্রথম একাদশে।”

অ্যাশেজের জন্য ইংল্যান্ড দলে ঢুকে পড়লেন ১৮ বছরের তরুণ লেগস্পিনার রেহান আহমেদ। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। গত বছর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেকেই টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন রেহান। প্রথম টেস্টে মঈন আলি চোট পেয়েছিলেন আঙুলে। দ্বিতীয় টেস্টে আদৌ খেলতে পারবেন কি না মঈন, তা এখনও নিশ্চিত নয়। তাই ব্যাপ আপ হিসেবে দলে নেওয়া হয়েছে রেহানকে। 

লেস্টারশায়ারের হয়ে এই বছর কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রেহান। ১০ ম্যাচে মাত্র ৬ উইকেট নিলেও ব্যাট হাতেও ভরসা জুগিয়েছিলেন দলকে। ৩৮.৪৫ গড়ে ৪২৩ রান করেছিলেন রেহান। তার মধ্যে রয়েছে চারটি অর্ধশতরান। গ্ল্যামরগনের বিরুদ্ধে ৯০ রানের ইনিংস রয়েছে তার মধ্যে। 

গত বছর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৮ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন রেহান। ইংল্য়ান্ড সেই সিরিজে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।  আগামী ২৮ তারিখ থেকে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগেই চলতি সপ্তাহের শেষেই লন্ডনে দলের সঙ্গে যোগ দেবেন রেহান।