Dance in Saryu River: ‘পানি মে আগ লগানি হ্যায়…’ অযোধ্যার সরযূ নদীতে সেক্সি নাচ, তরুণীর বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ

সরযু নদী। সেখানেই নেচে গেয়ে ভিডিয়ো করেছিলেন এক তরুণী। গান বাজছে, পানি মে আগ লাগানি হ্যায়। নদীর জলেই শরীরে হিল্লোল তুলে নাচছেন এক তরুণী। ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। তারপর থেকেই নানা সমালোচনার মুখে পড়তে হয়। এদিকে ওই ভিডিয়োকে সামনে এনে টুইট করেন মহেশ কুমার শ্রীবাস্তব নামে এক ব্যক্তি।

তিনি লিখেছিলেন রামচন্দ্রের চরণ থেকে নির্গত সরযূ নদী। সেই পবিত্র নদীতে স্নান করতে আসেন ভক্তরা। অযোধ্য়ায় সেই নদীর পাড়ে ধ্যানও করেন অনেকে। আর সেই নদীতে এভাবে চটুল গানের সঙ্গে শরীর দুলিয়ে নাচ মানতে পারেননি অনেকেই। এই টুইটের পরেই নড়েচড়ে বসে অযোধ্যা পুলিশ। ওই তরুণীর বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এনিয়ে টুইটও করা হয়। অযোধ্য়ার কোতোয়ালি থানার ইনস্পেক্টরকে এনিয়ে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

 

এদিকে এইভাবে সরযূ নদীতে নাচকে কেন্দ্র করে সোশ্য়াল মিডিয়ায় বিতর্ক দানা বাঁধে। অনেকের মতে এই নদীর সঙ্গে অনেকের ভাবাবেগ জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে এভাবে নদীতে নেমে নাচ করাটা ঠিক নয়। এতে অনেকের ভাবাবেগে আঘাত লাগতে পারে। তাছাড়া ইনস্টাগ্রাম আর রিলসের চক্করে এখন নদী থেকে রেলের প্লাটফর্ম, বেডরুম থেকে পাহাড়ের চুড়ো সর্বত্রই অদ্ভূত ভঙ্গিমায় নাচ গান চলছে। সেসব আপলোড হচ্ছে সোশ্য়াল মিডিয়ায়। এমনকী ধর্মীয় স্থানেও মাঝেমধ্যে এই ধরনের আচরণ করে ফেলছেন কেউ কেউ। তবে এনিয়ে আপত্তিও উঠছে।

তবে এবার একেবারে সরযূ নদীতে নাচের দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে এক তরুণী কালো রঙের পোশাক পরে রীতিমতো নেচে চলেছেন। সেই সঙ্গে চলছে গান। তবে এই ভিডিয়োটি ঠিক কবে তোলা হয়েছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। এনিয়ে টুইট করেও প্রতিবাদ জানানো হয়। আর তারপরই পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করে অযোধ্যা পুলিশ। এতে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন নেটিজেনরা। কারণ তাঁদের অনেকের মতে, এভাবে নাচ করে তিনি অনেকের ভাবাবেগ আঘাত দিয়েছেন।