Jhulan Goswami Joins MCC World Cricket Committee Along With Heather Knight, Eoin Morgan

লন্ডন: এ বছরের এপ্রিলেই এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছেন ভারতের কিংবদন্তুি ক্রিকেটার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। এবার এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটিতে (MCC World Cricket Committee) যোগ দিলেন ঝুলন। সোমবারই এমসিসি ক্লাবের তরফে জানানো হয় যে ঝুলন সমেত ইংল্যান্ডের ২০১৯ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান (Eoin Morgan) এবং ইংল্যান্ড মহিলা দলের তারকা ক্রিকেটার তথা অধিনায়ক হেদার নাইটও (Heather Knight) এই কমিটিতে যোগ দিয়েছেন। লর্ডসে এই কমিটির আলোচনাসভা বসবে।

এমসিসির এই বিশ্ব ক্রিকেট কমিটি এমন একটি স্বনির্ভর কমিটি যেখানে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়ার, আধিকারিকরাও রয়েছেন। মহিলাদের ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারী ঝুলন গোস্বামী। একদা তাঁকে মহিলা ক্রিকেটের সবচেয়ে জোরে বোলার হিসাবেও গণ্য করা হত। গত বছর লর্ডসেই নিজের ক্রিকেট কেরিয়ারে ইতি টানেন ঝুলন। তাঁকে ম্যাচ শেষে ‘গার্ড অফ অনার’ দিয়ে সম্মানও জানানো হয়। দুই দশকের কেরিয়ারে ২৭২টি ম্যাচ খেলে সীমিত ওভারের ক্রিকেটে ৩০০টি উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি ১২টি টেস্ট ম্যাচে ৪৪টি উইকেট নিয়েছেন তিনি।

এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটির প্রধান মাইক গ্যাটিং এ বিষয়ে কথা বলতে গিয়ে জানান, ‘আমরা ঝুলন, ইয়ন ও হেদারকে বিশ্ব ক্রিকেট কমিটিতে স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত। এই তিন খেলোয়াড়ই আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ স্তরে দীর্ঘদিন ধরে দুরন্ত পারফর্ম করেছেন। বিশ্ব ক্রিকেট সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা এবং জ্ঞান এই কমিটির জন্য লাভদায়কই হবে।’

 

তিনি আরও যোগ করেন, ‘সাম্প্রতিক সময়ে মহিলা ক্রিকেটের দারুণ উন্নতি ঘটেছে এবং সেই সঙ্গে সঙ্গেই এই কমিটিতে মহিলা প্রতিনিধির সংখ্যা বৃদ্ধিটা খুবই ইতিবাচক ইঙ্গিত। ঝুলন ও হেদারের পাশাপাশি এই কমিটিতে সুজি বেটস ও ক্লারি কোন্নার রয়েছেন যারা সকলেই মহিলা ক্রিকেটের হাল হকিকতের বিষয়ে অবগত।’ প্রসঙ্গত, লর্ডসে দ্বিতীয় অ্যাশেজ টেস্টের আগেই সোম ও মঙ্গলবার ঝুলনদের এই বিশ্ব ক্রিকেট কমিটি আলোচনায় বসবে। তবে এই আলোচনাসভায় যেসব সিদ্ধান্তগুলি নেওয়া হবে তা দ্বিতীয় অ্যাশেজ টেস্টের পরেই সর্বসমক্ষে জানানো হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?