ICC announced fixture, Team India play against Pakistan on Oct 15 in Ahmedabad

সব্যসাচী বাগচী 

জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহর। অনীহা থাকলেও আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে পাকিস্তানের (Pakistan) ‘মাদার অফ অল ব্যাটল’ আয়োজিত হবে। হাইব্রিড মডেলে এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন নিয়ে নাকি আপত্তি তুলেছেন পিসিবি-র (PCB) সম্ভাব্য চেয়ারম্যান মহম্মদ জাকা আশরাফ (Muhammad Zaka Ashraf)। এমন প্রেক্ষাপটে ভারতের মাটিতে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) খেলতে আসার আগে, বাবর আজমদের (Babar Azam) দেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে একাধিক ভেন্যু সংক্রান্ত অজুহাত খাড়া করা হচ্ছিল। তবে সেই দাবি ধোপে টিকল না। মঙ্গলবার অর্থাৎ ২৭ জুন, মুম্বইয়ে ৫০ ওভারের বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গেল। অনুষ্ঠানে মুম্বইয়ে আইসিসি (ICC) ও বিসিসিআই-এর (BCCI) শীর্ষ কর্তারাও উপস্থিত ছিলেন। সেখানেই বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গেল। কাপ যুদ্ধে  রোহিত শর্মা (Rohit Sharma) বনাম বাবর আজমের (Babar Azam) দলের মধ্যে বাইশ গজের লড়াই, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই (Narendra Modi Stadium) আয়োজিত হতে চলেছে। ২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে প্রথমবার কাপ হাতে তুলেছিল ইংল্যান্ড। আগামী ৫ অক্টোবর দুই দলের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। 

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে এই গ্লোবাল প্রতিযোগিতা। ভারতের ১২টি ভেন্যুকে (আহমেদাবাদ, বেঙ্গালুরু, তিরুঅনন্তপুরম, মুম্বই, দিল্লি, লখনউ, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, পুনে, চেন্নাই ও ধর্মশালা) বেছে নেওয়া হয়েছে। ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে কাপ যুদ্ধের মেগা ফাইনাল। দুটি সেমি ফাইনাল আয়োজিত হবে কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে ভারতীয় দল সেমি ফাইনালে উঠলে কিন্তু বিরাট কোহলি-মহম্মদ শামিদের ক্রিকেটের নন্দন কাননে খেলতে দেখা যাবে না। বরং শেষ চারে উঠলে টিম ইন্ডিয়াকে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের ভেন্যুতে খেলতে দেখা যাবে। ১৫ নভেম্বর মুম্বইতে আয়োজিত হবে প্রথম সেমি ফাইনাল। ১৬ নভেম্বর দ্বিতীয় সেমি ফাইনালের আসর বসবে ইডেনে। মুম্বইয়ের একটি পাঁচতাঁরা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে আইসিসি ও বিসিসিআই-এর কর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কপিল দেব (Kapil Dev), বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag), মুথাইয়া মুরলীথরন (Muttiah Muralitharan)।  

আরও পড়ুন: EXCLUSIVE, IND vs PAK: অনীহা থাকলেও আহমেদাবাদেই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বাবরদের মহারণ, হাইব্রিড মডেলে হবে এশিয়া কাপ

আরও পড়ুন: Exclusive, ICC ODI World Cup 2023: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছাড়া ইডেনে সেমি ফাইনাল! আলোচনা তুঙ্গে

এশিয়া কাপ নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চাপানউতোর না থাকলে, বিশ্ব টেস্ট  চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলার সময়ই কাপ যুদ্ধের ক্রীড়াসূচি ঘোষণা করা দেওয়া হত। কিন্তু এশিয়া কাপের আয়োজন সংক্রান্ত বিষয় নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council) ও ভারতীয় বোর্ডের সঙ্গে পিসিবি-র লড়াই থামার নাম নিচ্ছিল না। পাকিস্তান স্পষ্ট বলে দিয়েছিল যে, হাইব্রিড মডেলকে খারিজ করে পাকিস্তানে গোটা কয়েক ম‌্যাচ না দিলে তারা এশিয়া কাপ তো খেলবেই না, ভারতে বিশ্বকাপ খেলতেও যাবে না। কিন্তু পাক বোর্ডের দাবিকে গুরুত্ব না দিয়ে কাপ আহমেদাবাদকে ‘মাদার অফ অল ব্যাটল’-এর ঘোষণা করে দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। 

একনজরে দেখে টিম ইন্ডিয়ার ক্রীড়াসূচি 

ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই

ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি

ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আহমেদাবাদ

ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুনে

ভারত বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা

ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ

ভারত বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বই

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা

ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)