Maoist encounter: ছত্তিশগড়ে এনকাউন্টারে নিহত মাওবাদী সোদি দুলা! ১৫ টি মামলায় ছিল অভিযুক্ত, উদ্ধার বহু আগ্নেয়াস্ত্র

প্রায় এক ডজন মামলায় অভিযুক্ত এক মাওবাদীকে এনকাউন্টারে নিকেশ করল নিরাপত্তাবাহিনী। ছত্তিশগড়ের সুকমা জেলায় মঙ্গলবার এই এনকাউন্টারের ঘটনা ঘটে যায়। পুলিশ জানিয়েছে, এই একাধিক ঘটনায় ওই ব্যক্তি অভিযোগের তালিকায় ছিল।

জানা গিয়েছে, ছত্তিশগড়ের সুকমায় এই দুই পক্ষের সংঘাতে বেশ কয়েকজন মাওবাদী আহত হয়েছেন। জানা গিয়েছে, এই এনকাউন্টারের ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৩ টি আইইডি। জানা গিয়েছে, ছত্তিশগড়ের রাইপুরের থেকে ৩৫০ কিলোমিটার দূরে এই এনকাউন্টারের ঘটনা ঘটে। এছাড়াও ওই এনকাউন্টারের জায়গা থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র। 

জানা গিয়েছে, ছত্তিশগড়ের সুকমায় বোদগুবলি গ্রামে যৌথ নিরাপত্তাবাহিনীর অভিযান চলে। সেখানে মাওবাদী বিরোধী অভিযানের সময়ই এই মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির সংঘাত চলে। দুই পক্ষের গুলিতে বেশ কয়েকদন মাওবাদী আহত হন। আহতের সংখ্যা মোট ৩। তখনই মাওবাদী সোদি দুলা এনকাউন্টারে মারা যায়। তার দেহের সঙ্গে একটি লোড হওয়া বন্দুকও উদ্ধার হয়েছে। 

এদিকে এই অভিযানের আগে, পুলিশের কাছে এলাকায় সোদি দুলা থাকার খবর ছিল। সূত্র মারফৎ খবর পেয়েই যৌথ অভিযানে নেমে পড়ে বাহিনী। সোদি দুলা ছাড়াও সেখানে, ভেট্টি ভিমা, মাংদুর মতো নামী মাওবাদী নেতারা উপস্থিত ছিল বলে খবর পায় পুলিশ। এরপরই ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশের যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। এনকাউন্টারের এলাকা থেকে জিলেটিন রড, কোর্ডেক্স তার, ইলেকট্রিক ডিটোনেটার উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে, ভেজি পুলিশ স্টেশনের আওতায় থাকা কোনটা এলাকায় ওই মাওবাদীরা বেশ সক্রিয় হয়ে উঠতে শুরু করে। মাওবাদী দমন অভিযানে নেমেই ওই মাওবাদীদের টার্গেট করে নিরাপত্তাবাহিনী। জানা গিয়েছেস সোদি দুলার বিরুদ্ধে ছিল ১৫ টি মামলা। আর তার জেরেই সে ছিল অন্যতম ‘ওয়ান্টেড’ মাওবাদী।