Pakistan Citizen in Indian Army: সেনা বাহিনীতে পাক নাগরিক! তদন্তে সিআইডি-র সঙ্গে সিবিআইকেও জুড়ে দিল হাইকোর্ট

ব্যারাকপুর সেনাছাউনিতে দুই পাকনাগরিক কর্মরত। এই অভিযোগে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার মামলার শুনানিতে সিআইডি-র পাশপাশি সিবিআইকেও প্রাথমিক তদন্ত শুরু করতে বলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মান্থা বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে সব সংস্থাকে এক সঙ্গে কাজ করতে হবে।)

পড়তে পারেন। (Sexual harrasment: কলকাতায় নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা, ৬ বছর পর FIR, গ্রেফতার নাটকের শিক্ষক)

কেন্দ্রের স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি জিডি) পরীক্ষার মাধ্যমেই একাধিক পাক নাগরিক ভারতীয় সেনায় চাকরি পাচ্ছেন। এই অভিযোগে হাইোকোর্টে মামলা করেন হুগলির বাসিন্দা বিষ্ণু চৌধুরী। এদের মধ্যে দুজন ব্যারাকপুর সেনা ছাউনিতে কর্মরত। তিনি আরও অভিযোগ করেন, এর পিছনে আরও বড়সড় চক্র কাজ করছে। এই চক্রে জড়িত আছেন প্রভাবশালী ব্যক্তি, স্থানীয় প্রশাসন, পুলিশ, পুরসভা। পরীক্ষার জন্য প্রয়োজনীয় বিভিন্ন নথি জাল করেই এই পরীক্ষা বসেছেন পাকিস্তানি নাগরিকেরা। গত ৬ হাই কোর্টে এই অভিযোগ জানিয়ে মামলা করেন বিষ্ণু চৌধুরী।

এর আগে এই মামলায় উদ্বেগ প্রকাশ করে বিচারপতি মান্থা জানান, এই ঘটনায় পাক গোয়েন্দা সংস্থা আইএসআই যুক্ত থাকতে পারে। ইতিমধ্যেই আাদালতের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। মঙ্গলবার আদালতে রাজ্য জানায়, সিআইডির তদন্তে যা উঠে আসছে তা খুবই গুরুত্বপূর্ণ। এই ঘটনার যথেষ্ট গভীরতা রয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, আসম-সহ একাধিক রাজ্য জড়িত থাকতে পারে বলে মনে করছে সিআইডি। রাজ্য আরও জানায়, ছাপাখানা চিহ্নিত করা গিয়েছে। সেখানে জাল শংসাপত্র ছাপা হয়।

সব শুনে বিচারপতি মান্থা বলেন,’সেনা-সিবিআই ও সিআইডি একসঙ্গে কাজ করে এই ঘটনার তদন্ত করবে। এ নিয়ে একটি সংস্থার সঙ্গে অন্য সংস্থার যেন সংঘাত না হয়।’

আদালত আরও বলে,’সিআইডির সংগ্রহ করা সমস্ত তথ্য সেনাকে দিতে হবে। সব খতিয়ে দেখ সেনা রিপোর্ট দেবে। অন্য দিকে সিবিআই ও সিআইডি আগামী শুনানিতে তাদের রিপোর্ট দেবে। ‘ ২৬ জুলাই মামলার পরবর্তী শুনানি।

ব্যারাকপুর কর্মরত অভিযুক্ত দুই পাকিস্তানের নাগরিকের নাম জয়কান্ত কুমার এবং প্রদ্যুম্ন কুমার। অভিযোগ তাঁরা প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে এসে ভারতীয় সেনায় যুক্ত হয়েছে। সরকারির পরীক্ষার মাধ্যমেই তারা এই চাকরি পেয়েছে। আবেদন করার জন্য বিভিন্ন নথি জালও করেছেন তাঁরা।মামলাকারীর আশঙ্কা, শুধু দুজন নয় আরও অ  পাক নাগরিক ভারতীয় সেনা কর্মরত আছেন।