Team India and others team matches clash with Durga Puja during the tournament

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতবর্ষে ক্রিকেট ধর্ম। এটা তো ছোটবেলা থেকেই সবাই শুনে এসেছে। এবার ধর্মের মতো ক্রিকেটের সঙ্গে মিশে যাবে উৎসবের মাস। বাইশ গজের লড়াইয়ের উত্তাপ নেওয়ার সঙ্গে জুড়ে যাবে বাঙালির সেরা উৎসব। এবারের দুর্গাপুজো (Durga Puja) ঠিক তেমন ভাবেই রঙিন হতে চলেছে। কারণ দুর্গাপুজোর চারদিন, লক্ষ্মীপুজো, কালীপুজো, দীপাবলি ও ভাই ফোঁটার সময় ভারতের একাধিক শহরে আয়োজিত হবে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) একাধিক ম্যাচ। অর্থাৎ দুর্গাপুজোর সঙ্গে ক্রিকেটের ককটেল একেবারে জমে যাবে। স্বভাবতই এমন ওভারডোজের অপেক্ষায় রয়েছে বঙ্গ সমাজ।  

দুর্গাপুজোর প্রতিপদ অর্থাৎ ১৫ অক্টোবর আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামের (Narendra Modi Stadium) বাইশ গজে চলবে ‘মাদার অফ অল ব্যাটল’। ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচের আবহে মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাবেন দুর্গা প্রতিমা। চলবে শেষমুহূর্তের প্রস্তুতি। অন্য দিকে তখন বাবর আজমদের (Babar Azam) বিরুদ্ধে রোহিত শর্মাদের (Rohit Sharma) জয়ের প্রার্থনায় মশগুল থাকবে আসমুদ্র হিমাচল। ১৫ অক্টোবর আবার পাক অধিনায়কের জন্মদিনও। এখনও পর্যন্ত ৫০ ওভারের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার (Team India)বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি পাকিস্তান (Pakistan)। এবারও কি আহমেদাবাদে সেই ট্র্যাডিশন বজায় রাখতে পারবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড? সেটাই দেখার অপেক্ষায় রয়েছে  ক্রিকেট দুনিয়া। 

শুধু প্রতিপদ নয়, ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হয়ে যাবে ভারতের লড়াই। ১১ অক্টোবর রাজধানী দিল্লিতে খেলা আফগানিস্তানের বিরুদ্ধে। অর্থাৎ যখন পুজো, দিওয়ালির শপিংয়ে ব্যস্ত থাকে গোটা দেশ, তখন নিঃসন্দেহে জাতীয় দলের জার্সি কেনার হিড়িক পড়ে যাবে চতুর্দিকে। পুজো উৎসবের মধ্যেও টিভি এবং মোবাইলের পর্দায় চোখ রাখবে গোটা দেশ। কারণ পঞ্চমীতে পুণেতে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। মহাষ্টমীতে আবার বিরাট কোহলি-শুভমন গিলদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। খেলা হবে ধর্মশালায়। আবার লক্ষ্মীপুজোর পরের দিনই লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। 

আরও পড়ুন: IND vs PAK, ICC ODI World Cup 2023: জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহর, আহমেদাবাদেই ‘মাদার অফ অল ব্যাটল’! ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, জানিয়ে দিল আইসিসি

আরও পড়ুন:  Eden Gardens, ICC ODI World Cup 2023: সেমি ফাইনালের সঙ্গে ভারত, পাকিস্তান, বাংলাদেশের কটা ম্যাচ পেল ক্রিকেটের নন্দন কানন?

কলকাতায় দুর্গাপুজোর সময় উৎসবের পরিবেশ। প্রতিটি পুজো কমিটির মধ্যে প্রতিযোগিতা চলে কার প্যান্ডেলে ভিড় বেশি হয়েছে। ভিড় টানার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা করেন তাঁরা। পুজোর মধ্যেও যাতে ভিড় হয় তার জন্য কী পরিকল্পনা করবেন তাঁরা? হতে পারে প্যান্ডেলের পাশেই বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করলেন উদ্যোক্তারা। তাতে রথ দেখা আর কলা বেচা, দুইই হল। ঠাকুর দেখতে দেখতেই বিশ্বকাপের আনন্দ নিতে পারবেন দর্শক। সেক্ষেত্রে কি ভিড় আরও বাড়বে প্যান্ডেলগুলিতে! কলকাতা পুলিস কি সেই অনুমতি আদৌ দেবে? কারণ, সেই সময় পুজোর ভিড় সামলাতে হিমশিম খেতে হয় তাঁদের। সেখানে ভিড় আরও বাড়লে যে কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আগে থেকে হয়তো সতর্ক হবে পুলিস-প্রশাসন।

এখানেই শেষ নয়, কালীপুজোর রাতে দেখা যাবে ক্রিকেট ও আকাশজুড়ে আতসবাজির রোশনাইয়ের ককটেল। কারণ ১২ নভেম্বর পাকিস্তান ও ইংল্যান্ডের মহারণের সাক্ষী থাকবে ইডেন গার্ডেন্স। তাই সব মিলিয়ে অক্টোবর-নভেম্বরে গোটা দেশ জোড়া উৎসবে মেতে উঠবে ক্রিকেটের হাত ধরে।

একনজরে দেখে নিন পুজোর মাসে বিশ্বকাপের সূচি……

১৪ অক্টোবর-মহালয়া, ইংল্যান্ড বনাম আফগানিস্তান (দিল্লি) এবং নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ (চেন্নাই)

১৯ অক্টোবর-মহাপঞ্চমী, ভারত বনাম বাংলাদেশ (পুনে) 

২০ অক্টোবর-মহাষষ্ঠী, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (বেঙ্গালুরু)

২১ অক্টোবর-মহাসপ্তমী, ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (মুম্বই) এবং কোয়ালিফায়ার ওয়ান বনাম কোয়ালিফায়ার ডু (লক্ষ্মৌ)

২২ অক্টোবর-মহাঅষ্টমী, ভারত বনাম নিউ জিল্যান্ড (ধর্মশালা)

২৩ অক্টোবর-মহানবমী, পাকিস্তান বনাম আফগানিস্তান (চেন্নাই)

২৪ অক্টোবর-মহাদশমী, দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (মুম্বই)

২৫ অক্টোবর-একাদশী, অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার ওয়ান (দিল্লি)

২৮ অক্টোবর-লক্ষ্মীপুজো, বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ওয়ান (কলকাতা)

১২ নভেম্বর-কালীপুজো, ইংল্যান্ড বনাম পাকিস্তান (কলকাতা) এবং অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ (পুনে)

১৫ নভেম্বর-ভাইফোঁটা, প্রথম সেমি ফাইনাল (মুম্বই)

১৬ নভেম্বর-ভাইফোঁটার পরের দিন, দ্বিতীয় সেমি ফাইনাল (কলকাতা) 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)