We Are Confident Pakistan Will Be In India For Cricket World Cup 2023 ICC Shares With PTI

নয়াদিল্লি: অক্টোবর, নভেম্বর মাসে ভারতের মাটিতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর। আজ মঙ্গলবার, ২৭ জুন সরকারিভাবে বিশ্বকাপের সূচিও ঘোষণা করা হল। বিশ্বকাপ শুরু হতে আর ১০০ দিন বাকি। তবে এখনও পাকিস্তানের (Pakistan Cricket Team) বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে টালবাহানা অব্যাহত। অবশ্য পাকিস্তানের ভারতে বিশ্বকাপ খেলতে আসার বিষয়ে আশ্বস্ত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।  

বিশ্বকাপ খেলবে পাকিস্তান

আইসিসির তরফে পিটিআইকে জানানো হয়েছে, ‘সব দলগুলিকেই তাঁদের দেশর আইন কানুন মেনে চলতে হয়। আমরা সেটা জানি এবং সেটাকে সম্মানও করি। তবে পাকিস্তানের ভারতে বিশ্বকাপ খেলতে আসার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’ প্রসঙ্গত, বিশ্বকাপের সূচি অনুযায়ী অক্টোবরের ৬ তারিখ হায়দরাবাদে নিজেদের অভিযান শুরু করবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। কোয়ালিফায়ারের মাধ্যমে যে দল বিশ্বকাপের টিকিট অর্জন করবে, তাঁদের বিরুদ্ধেই প্রথম ম্যাচে খেলতে নামবেন বাবররা।

পাকিস্তানের সূচি

হায়দরাবাদেই ১২ তারিখ কোয়ালিফায়ারের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তান। এরপরেই ১৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলবে পাকিস্তান। ২০ তারিখ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া, ২৩ ও ২৭ তারিখ চেন্নাইতে যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। এরপর ইডেনে পড়শি দেশ বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন বাবররা। পাকিস্তানের শেষ দুই ম্যাচ নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে। ৪ ও ১২ নভেম্বর যথাক্রমে বেঙ্গালুরু ও কলকাতাতে তাঁরা সেই ম্যাচ দু’টি খেলতে নামবে।

রোহিতের প্রতিক্রিয়া

অপরদিকে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আশা করছেন ঘরের মাঠে ভারতীয় দল সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবে। তিনি বলেন, ‘ঘরের মাঠে বিশ্বকাপ খেলার জন্য আমি মুখিয়ে আছি। এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। ১২ বছর আগে এখানেই তো ভারতীয় দল খেতাব জিতেছিল এবং আমি জানি গোটা দেশের জনগণ আমাদের মাঠে নামার অপেক্ষায় রয়েছেন। আমি নিশ্চিত এই বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ খেলার গতি অনেকটাই বেড়েছে এবং সব দলই অতীতের থেকে এখন অনেক বেশি ইতিবাচক ক্রিকেট খেলে। এটা কিন্তু গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্যই দারুণ সুখবর। আশা করা যায়, সকলেই এই বিশ্বকাপে বেশ কিছু রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী থাকবেন। আমরা ভালভাবে প্রস্তুতি সেরে অক্টোবর, নভেম্বর মাসে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?