Ashes Series 2023 Nathan Lyon Will Become First Bowler To Play 100 Consecutive Test Matches Know Details

লর্ডস: অস্ট্রেলিয়ার (Ashes) জার্সিতে লাল বলের ক্রিকেটে মাইলফলকের সামনে দাঁড়িয়ে নাথান লায়ন (Nathan Lyon)। অভিজ্ঞ অফস্পিনার টানা একশো টেস্ট খেলতে চলেছেন। ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম বোলার, যিনি টানা একশো টেস্ট খেলবেন।

বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসাবে এই মাইলফলক গড়বেন লায়ন। তবে বাকি পাঁচজনই ব্যাটার। যে তালিকায় আছেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাওস্কর। রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টেয়ার কুক। নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ব্রেন্ডন ম্যাকালাম। অস্ট্রেলিয়ার মার্ক ওয় এবং অ্যালান বর্ডার।

তালিকায় শীর্ষে কুক। যিনি টানা ১৫৯ টেস্ট খেলেছিলেন। বর্ডার টানা ১৫৩টি টেস্ট খেলেছিলেন। মার্ক ওয় টানা ১০৩টি টেস্ট খেলেছিলেন। গাওস্কর টানা ১০২টি টেস্ট খেলেন। ম্যাকালাম লাগাতার ১০১টি টেস্ট খেলেছিলেন। নাথান লায়ন খেলেছেন টানা ৯৯ টেস্ট। বুধবার থেকে লর্ডসে শুরু হতে চলা অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট লায়নের টানা শততম টেস্ট। ৩৫ বছরের লায়ন এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১২১টি টেস্ট খেলেছেন। তার মধ্যে টানা খেলেছেন ৯৯ টেস্ট। একটা সময় অ্যাডিলেডে মাঠকর্মী ছিলেন। সেখান থেকে তাঁর ক্রিকেটার হওয়ার কাহিনি রূপকথার মতো। টেস্টে ৪৯৫ উইকেট হয়ে গিয়েছে লায়নের।

বোলারদের মধ্যে লায়নের পরে রয়েছেন ভারতের অনিল কুম্বলে। কেরিয়ারে ১৩২ টেস্ট খেলা কুম্বলে সর্বোচ্চ টানা ম্যাচ খেলেছেন ৬০টি। বোলারদের মধ্যে টানা ম্যাচ খেলায় কুম্বলের পরে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (৫৪) ও ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ (৫৩)। লর্ডস টেস্টে একটি মাইলফলকের সামনেও দাঁড়িয়ে আছেন লায়ন। এখন তাঁর টেস্ট ক্রিকেটে উইকেট ৪৯৫টি। লর্ডসে আর ৫টি উইকেট পেলেই ছুঁয়ে ফেলবেন ৫০০ উইকেটের মাইলফলক। লায়ন বলেছেন, ‘এটা দুর্দান্ত একটি ব্যাপার হবে, যখন আপনি পেছন তাকিয়ে দেখবেন ৫০০টি উইকেট এর আগে কে কে পেয়েছে।’                                                    

 


আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী দাদা স্নেহাশিস, বিশ্বকাপে বড় দায়িত্ব পেতে পারেন সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial