Cricket World cup and Durga Puja 2023: পুজোর মধ্যেই ক্রিকেট বিশ্বকাপ, দাদার শহরে জোড়া উন্মাদনা,উৎসবের কোনদিন কোন ম্যাচ

আর তো কয়েক মাসের ব্যাপার। তারপরই ঢাকের আওয়াজ। মন উড়ু উড়ু শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। অনেকেই দিন গুনছেন। পুজো ফ্য়াসন নিয়েও অফিসেও ফিসফিস করছেন অনেকেই। তবে এবার কিন্তু জোড়া সেলিব্রেশন। মানে এবার পুজোর মধ্য়েই পড়ছে ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। সেক্ষেত্রে দাদার শহরে এবার নয়া চমক। পুজোর মধ্যেই পড়েছে ক্রিকেট বিশ্বকাপের মজা। স্বাভাবিকভাবেই বাড়তি উন্মাদনা তো থাকবেই।

অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর। এমনকী দুর্গাপুজোর মধ্যে ভারতের ম্যাচও রয়েছে। ১৯ অক্টোবর, পঞ্চমীর দিন ভারত বনাম বাংলাদেশে ম্যাচ।পুনেতে হবে এই ম্যাচ। ষষ্ঠীতে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ। সপ্তমীতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ। আর অষ্টমীতে এবার ঠাকুর দেখা মনে হয় শিকেয় উঠবে। চোখ রাখতে হবে মোবাইলে। সেদিন ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ। নবমীতে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। আর দশমীর দিন দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের ম্যাচ। ভাবুন একবার! এবার আপনার সিদ্ধান্ত, ঘুরে ঘুরে ঠাকুর দেখবেন নাকি ঘরে বসে ম্যাচ দেখবেন?

এদিকে কালীপুজোর দিন আবার ইডেনে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ। আর ভাইফোঁটার দিন বিশ্বকাপের মেগা ফাইনাল। একেবারে জোড়া উৎসব। অফিসে ছুটি। জমিয়ে দেখুন দুগ্গা ঠাকুর। মন থাকুক ক্রিকেটে।

তবে রথ থেকেই মোটামুটি পুজোর দিন গোনা শুরু হয়ে যায়। পুজোর দিনক্ষণটা সবার আগে জেনে নিন। ক্যালেন্ডার বলছে, এবার মহায়লা পড়ছে ১৪ অক্টোবর। আর সেদিন থেকেই তো বাঙালির পুজো শুরু হয়ে যায়। ইদানিং তো মণ্ডপ উদ্বোধন কিছুদিন আগেই শুরু হয়ে যায়।

এবার মহাষষ্ঠী পড়ছে ২০ অক্টোবর, শুক্রবার।

মহাসপ্তমী ২১ অক্টোবর, শনিবার

মহাঅষ্টমী ২২ অক্টোবর, রবিবার

মহানবমী ২৩ অক্টোবর সোমবার

বিজয়া দশমী ২৪ অক্টোবর মঙ্গলবার।

অর্থাৎ এবার অষ্টমী পড়ছে রবিবার। বাঙালির সবথেকে প্রিয় দিন। আনন্দে মেতে ওঠার দিন। নতুন জামাকাপড় পরে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দেওয়ার দিন। ২৪ অক্টোবর বিজয়া দশমী। সকলের মন খারাপের দিন। আবার একবছরের অপেক্ষা।

তবে দুঃখের কিছু নেই, এরপরই আসছে লক্ষ্মীপুজো। ২৮ অক্টোবর শনিবার হবে কোজাগরী লক্ষ্মীপুজো। এরপর আলোর উৎসব। ১২ নভেম্বর হবে কালীপুজো। আর ১৪ নভেম্বর ভাইফোঁটা। আর ভাইফোঁটা মানেই উৎসবের মরসুম প্রায় শেষ। আবার এক বছরের অপেক্ষা।