Protest: বকরি ইদের আগে পবিত্র ‘কোরান পুড়িয়ে প্রতিবাদের’ আর্জি ব্য়ক্তির, সায় সুইডেন পুলিশের

সামনেই বকরি ইদ। তার আগে, মসজিদের সামনে পবিত্র কোরান পুড়িয়ে প্রতিবাদ জানানোর আর্জি নিয়ে এক ব্য়ক্তি আবেদন করেছেন সুইডেন প্রশসান। তাঁর সেই আবেদন  মেনে নিয়ে এদিন আবেদনে সম্মতি দিয়েছে সুইডেন পুলিশ।

বুধবার সুইডেনের স্কটকহোমে শহরের মাঝে এক কেন্দ্রীয় এলাকায় মসজিদের সামনে পবিত্র কোরান পুড়িয়ে প্রতিবাদ করতে চাওয়ার আর্জি জানিয়ে আবেদন করেন এক ব্যক্তি। এর আগে, সুইডেনে এমন এক ঘটনার জেরে সেই দেশের সঙ্গে সম্পর্কের অবনতি হয় তুরস্কের। সেই ইস্যুতে ন্যাটোতে সদস্যপদ নিয়েও হয় বিস্তর ঝামেলা। 

উল্লেখ্য মসজিদের সামনে পবিত্র কোরান পোড়াতে চেয়ে ওই ব্য়ক্তি আগেই কোর্টে আর্জি জানিয়েছিল। সেই পর পর আর্জির প্রেক্ষিতে কোর্টে মামলা জিতে যান ব্যক্তি। তারপরই আসে এই আবেদনে সায়। সুইডেনের রাজধানীতে ইরানের দূতাবাসের সামনে ওই ব্যক্তি পবিত্র কোরান পুড়িয়ে প্রতিবাদ জানাতে চেয়ে আবেদন করেছিলেন। সেই মামলা তিনি জিতে যান। এরপরই স্কটহোমে এক মসজিদের সামনে কোরান পোড়াতে চেয়ে তিনি আবেদন করেন। 

(বিস্তারিত আসছে।)