Bakri Eid 2023 wishes: বকরি ইদের উৎসব হয়ে উঠুক আরও আনন্দময়, প্রিয়জনদের জানান ইদের শুভেচ্ছা

সারা বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব বকরি ইদ। এই ইদের আরেক নাম হল কোরবানি ইদ বা ইদ-উল-আজহা। বিভিন্ন দেশে অবশ্য এই ইদের বিভিন্ন নাম। সাধারণত মুসলিমরা দু’ধরনের ইদ পালন করেন, ইদ-উল ফিতর ও ইদ-উল-আজহা। মুসলিম সম্প্রদায়ের দু’টি সবচেয়ে বড় উৎসবের মধ্যে বকরি ইদ অন্যতম। নতুন চাঁদ দেখেই দু’টি ইদ শুরু হয়। আকাশে নতুন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে ইসলাম ধর্মাবলম্বীরা এই উত্‍সবে মেতে ওঠেন। এদিন ছোট-বড় নির্বিশেষে সবাই নতুন জামা পরেন। খোলা এলাকায় একসঙ্গে নামাজ পড়েন। তারপর সবাই সবাইকে কোলাকুলি করে ইদের শুভেচ্ছা জানান। আজকের দিনটির শুভেচ্ছা আপনিও পাঠান আপনার বন্ধু ও প্রিয় মানুষদের। 

১. নতুন সকাল নতুন দিন। শুভ হোক ইদের দিন। নতুন রাত বাকা চাঁদ। রঙিন হোক ইদের রাত।  ইদ মোবারক ২০২৩

২. ইদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। ইদ মোবারক বন্ধু।

আরও পড়ুন: ২০৫০-র মধ্যে ১৩০ কোটি মানুষ ডায়াবিটিসে ভুগবেন, সতর্ক করলেন বিজ্ঞানীরা

আরও পড়ুন: চারটি আসনেই মন থাকে ফুরফুরে আর চাঙ্গা, জানুন পদ্ধতি

৩. দুঃখ গুলো ভুলে গিয়ে ইদের আানন্দে মেতে উঠুক সবার মন, সবাইকে কোরবানি ইদের শুভেচ্ছা ও অভিনন্দন। ইদ মোবারক বন্ধু।

৪. ইদ মোবারক। পবিত্র বকরি ইদের শুভেচ্ছা ও অভিনন্দন।

৫. ইদের পবিত্র দিনে, আল্লাহ তোমাকে ত্যাগের সুন্দর ভোজন দান করুন…ইদ মোবারক বন্ধু।

৬. আল্লাহর নিয়ামত তোমার হৃদয় এবং বাড়িকে সুখী এবং আনন্দিত রাখুক … ইদ মোবারক বন্ধু।

৭. যে দিন দেখবো ইদের চাঁদ, খুশি মনে কাটাব রাত, নতুন সাজে সাজব সেদিন, সেদিন হলো ইদের দিন, ইদ মোবারক বন্ধু।

৮. বন্ধু তোমায় দাওয়াত রইল ইদের দিন ! আনন্দে কাটাবো সারা দিন! ইদ মোবারাক বন্ধু।

৯. ইদ মানে আকাশে নতুন চাঁদ, ইদ মানে নতুন কিছু চাওয়া পাওয়ার স্বাদ, ইদ মোবারক বন্ধু।

১০. ইদ মানে মেহেন্দি রাঙা হাত, ইদ মানে খুশিতে মেতে ওঠার রাত, ইদ মুবারক সকল প্রিয় মানুষকে।