Khunti Puja: সম্প্রীতির বার্তা দিতে খুঁটিপুজোয় হল মুসলিম নাবালিকার কুমারী পুজো

বখরি ইদের দিন হল দুর্গাপুজোর খুঁটিপুজো। আর সেখানে কুমারী হিসাবে পুজো করা হল এক মুসলিম নাবালিকাকে। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে এই উদ্যোগ কলকাতা লাগোয়া সিঁথির কাশীশ্বর শিবমন্দিরের। এবার তাদের থিম অর্ধনারীশ্বর। খুঁটিপুজো উপলক্ষ্যে স্থানীয়দের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

কাশীশ্বর শিবমন্দিরের পুজো এবার ৭৫ বছরে পদার্পণ করেছে। আর সেই উপলক্ষ্যে এবারের পুজোয় বাড়তি চমক যোগ করতে চলেছেন উদ্যোক্তারা। তবে পুজোর আয়োজনের শুরুটা তারা করলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে। বৃহস্পতিবার বখরি ইদের দিন সেখানে হল দুর্গাপুজোর খুঁটিপুজো। সঙ্গে আয়োজন করা হয়েছিল কুমারী পুজোর। সেখানে কুমারী হিসাবে পুজো করা হয় এক মুসলিম নাবালিকাকে। চেলি, সিঁদুর, আলতায় সাজিয়ে রীতি মেনে চলে পুজোপাঠ। হাজির ছিলেন নাবালিকার বাবা ও মা।

পুজোর এক উদ্যোক্তা বলেন, আমরা পুজোর শুরুতেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করেছি। স্বামী বিবেকানন্দ একবার কাশ্মীরে গিয়ে এক নাবালিকাকে কুমারী পুজো করে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন। আমরা সেই ভাবনাকে অনুসরণ করেছি। উৎসবে ধর্মীয় বিভেদ থাকা উচিত নয়। সবাইকে নিয়েই আমাদের সমাজ। সেই একতা ধরে রাখতেই আমাদের এই উদ্যোগ।

এদিনের পুজো ঘিরে বিশেষ উদ্দীপনা দেখা যায় স্থানীয় রমণীদের মধ্যে। নাবালিকাকে ঘিরে ধরে কুমারী পুজোয় অংশগ্রহণ করেন তাঁরা।