Nandigram IC changed: ভোটের আগে নন্দীগ্রাম থানার আইসি ‘বদল’, হঠাৎ বদলি? উঠছে প্রশ্ন

ভোটের মুখে ছুটিতে গেলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থানা আইসি সুমন রায়চৌধুরী। তাঁর পরিবর্তে থানা দায়িত্বে আসছেন কাশীনাথ চৌধুরী। পঞ্চায়েত ভোটের আগে হাতে গোনা ন’দিন বাকি তার আগে এই আইসি বদল পিছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছে বিজেপি।

(পড়তে পারেন। মক্কায় বসে মিনাখাঁয় মনোনয়ন, আদালতের নির্দেশে মনোনয়ন বাতিল করতে বাধ্য হল কমিশন )

তমলুক জেলা পুলিশের ডিএসপি (সদর) মহম্মদ মইনুল হক সাংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটা ঠিক বদলি নয়। আইসি সুমন রায়চৌধুরীর মা অসুস্থ। তাই তিনি ছুটি চেয়েছিলেন। সেই ছুটি মঞ্জুর হয়েছে। তাঁর জায়গায় কাজ চালাবেন পূর্ব মেদিনীপুর জেলা গোয়েন্দা দপ্তরের আধিকারিক কাশীনাথ চৌধুরী। ছুটি শেষ হলেই তিনি আবার কাজে যোগ দেবেন।

কিন্তু পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রানম থানার আইসি বদলের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে বিজেপি। ভোটের আর মাত্র নদিন বাকি, তার আগে এই সিদ্ধান্ত আসলে শাসক দলকে সুবিধা পাইয়ে দিতে। নন্দীগ্রামের বিজেপি নেতা প্রয়ল পাল বলেন, ‘তৃণমূল সরকার সংবিধান মানে না। নন্দীগ্রামে বিজেপিকে দমাতেই পরিকল্পিত ভাবে এই কাজ করা হচ্ছে। তবে বিজেপি কর্মীরা সজাগ আছেন। পুলিশকে সামনে রেখে যদি হামলা হয় তবে তা সামলে নিতে পারবে কর্মীরা তৈরী।’

তবে বিজেপির এই বক্তব্যকে মানতে নারাজ তৃণমূল। নন্দীগ্রামের তৃণমূল ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ সংবাদমাধ্যমকে বলেন,’আইসি বদল নিয়ে সরকারের কোনও নির্দেশের খবর আমাদের কাছে নেই। সব কিছু জানার পরই আমি এ নিয়ে মন্তব্য করব।’

 এ ছাড়া জেলা পুলিশ সূত্রে খবর, মহিষাদলের সিআই মানবেন্দ্র পালকে নন্দীগ্রাম থানার বিশেষ নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ডিএসপি মইনুল হককে।