Sharad Pawar: এই প্রথম! বিরাট গোপন মিটিংয়ের কথা স্বীকার করে নিলেন শরদ পাওয়ার,পালটা দিলেন ফড়নবীশ

যোগেশ যোশী

অবশেষে বিজেপির ফড়নবীশের সঙ্গে মিটিংয়ের কথা স্বীকার করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার । এবারই প্রথম স্বীকার করলেন তিনি। তিনি মেনে নিলেন ২০১৯ সালে সরকার গঠনের শপথ গ্রহণের আগে তিনি দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে দেখা করেছিলেন। পরে অবশ্য় তিনি দ্রুত অবস্থান বদলে ফেলেন।

এর আগে ফড়নবীশ দাবি করেছিলেন এনসিপি প্রধানের সঙ্গে জোট নিয়ে কথা হয়েছিল। কিন্তু তিনি ডবল গেম খেলছিলেন।

এদিকে পুনেতে সাংবাদিকদের সঙ্গে কথা রাখার সময় শরদ পাওয়ার বলেন, ওরা ক্ষমতার জন্য় আর কী করতে পারত সেটাই এবার সামনে আসছে।

পাওয়ারের মতে, সেই সময় বিজেপি নেতারা বুঝিয়ে দিয়েছিলেন ক্ষমতা ছাড়া তারা থাকতে পারবেন না।

শরদ পাওয়ার জানিয়েছেন, ফড়নবীশ সঠিকই বলেছেন, তারা আমার সঙ্গে দেখা করেছিলেন। সেখানে নানা বিষয় নিয়ে কথা হয়েছিল। তবে ফড়নবীশ একটি ইন্টারভিউতে বলছেন আমি নাকি সেই মিটিংয়ের দুদিন পরেই অবস্থান বদলে ফেলি। কিন্তু তবে তো এই প্রশ্নটা উঠবে দুদিন পরে কেন ফড়নবীশ শপথ নিতে চলে এলেন, সকলকে অন্ধকারে রেখে কেন তিনি এটা করেছিলেন।

তবে এনসিপি সেই সাত সকালের শপথকে সমর্থন করেনি। আর ফড়নবীশ সরকার মাত্র কয়েক দিনের জন্য় ছিল।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা রাজনীতির খেলা ছিল কি না বলতে পারব না। তবে আমার শ্বশুড় সাদু সিন্ধে ছিলেন ভালো গুগলি বোলার। আবার আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলাম। সেকারণে আমি নিজে ক্রিকেট না খেললেও কীভাবে গুগলি ছুঁড়তে হয় সেটা ভালো করেই জানতাম।

এদিকে এর আগে ফড়নবীশ জানিয়েছিলেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অজিত পাওয়ার ও আমি সরকারকে এগিয়ে নিয়ে যাব। সেকারণে প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পাওয়ার মাঝপথে বাগড়া দিলেন। শপথ গ্রহণের তিন চারদিন আগে এটা হল।

প্রসঙ্গত ২০১৯ সালে বিজেপির সঙ্গে শিবসেনার ছাড়াছাড়ির পরে দেবেন্দ্র ফড়নবীশ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। অজিত পাওয়ার হয়েছিলেন ডেপুটি। তবে সেই সরকার তিন দিনের বেশি টেকেনি। কারণ তাদের হাতে পর্যাপ্ত বিধায়ক ছিল না।

তবে এবার শরদ পাওয়ারের বক্তব্য শুনে ফড়নবীশ বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন, গুগলির জন্য পাওয়ার অবশেষে সত্যি কথাটা বললেন। যদি তিনি মনে করেন এটা গুগলি ছিল তবে সেটা তাঁর ভাইপোকেই আউট করে দিয়েছে।