Rahul’s Convoy Stopped: মণিপুরের চুরাচন্দপুরগামী রাহুলের কনভয় আটকে দিল পুলিশ, কোন কর্মসূচি ছিল?

অশান্ত মণিপুর। সদ্য পরিস্থিতি নিয়ে দিল্লিতে বসেছিল হাইভোল্টেজ সর্বদলীয় বৈঠক। এদিকে বৃহস্পতিবার রাহুল গান্ধী মণিপুরে হিংসা বিধ্বস্ত এলাকার মানুষ যাঁরা ত্রাণ শিবিরে রয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করতে রওনা হন। তিনি ইম্ফলে নেমে সেই ত্রাণ শিবিরের দিকে রওনা হতেই, পুলিশ তাঁর কনভয় চুরাচন্দপুরে পৌঁছানোর আগে আটকে দেয়।

উল্লেখ্য, মণিপুরে জাতি হিংসার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চুরাচন্দপুর এলাকা। সেখান থেকে অনেককেই সরিয়ে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। ৩০০ এরও বেশি ত্রাণ শিবিরে ৫০ হাজারের বেশি মানুষ রয়েছেন। আর চুরাচন্দপুরের দিকে রাহুলের কনভয় যেতেই তা থামিয়ে দেয় পুলিশ। জানা গিয়েছে, ত্রাণ শিবিরে থাকা মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন রাহুল। 

উল্লেখ্য, মণিপুরে জাতি সংঘাত ঘিরে হিংসার জেরে মে মাস থেকেই অশান্তির পরিস্থিতি। মে মাসের ৩ তারিখ ‘ট্রাইবার সলিডারিটি মার্চ’ থেকে শুরু হয়েছে এই সমস্যা। মেইতি জাতির ‘শিডিউল ট্রাইব’ তকমার দাবির বিরুদ্ধে গিয়ে শুরু হয়েছিল প্রতিবাদ। সেই প্রতিবাদের ঝড়ে উত্তরপূর্বের এই রাজ্যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। হিংসা এমনভাবে ছড়াতে থাকে, জঙ্গল সংলগ্ন কুকি গ্রামগুলি থেকে রাতারাতি মানুষ ঘর ছাড়তে থাকেন। অনেককেই উদ্ধার করে ত্রাণ শিবিরে আনা হয়। এখনও পর্যন্ত এই সংঘাতে ১০০ এরও বেশি মানুষ মারা গিয়েছেন। 

এদিকে, রাহুল গান্ধীর কনভয় রোখা নিয়ে মুখ খুলেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ‘ আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছি এবং তাই সতর্কতা হিসাবে, কনভয়কে বিষ্ণুপুরে থামতে অনুরোধ করেছি’। উল্লেখ্য, ইম্ফল থেকে ২০ কিলোমিটার দূরে রয়েছে বিষ্ণুপুর। সেখানে আটকে দেওয়া হয়েছে রাহুল গান্ধীর কনভয়। বহু অফিশিয়াল রাহুলকে হেলিকপ্টার নিয়ে রওনা হওয়ার পরামর্শ দিয়েছেন। রাস্তায় গাড়ি করে সফরের থেকে হেলিকপ্টারে রওনা হওয়া বেশি নিরাপদ বলে দাবি করা হয়েছে।