স্ত্রীর পারলৌকিক ক্রিয়ার জন্য বাড়ল কালীঘাটের কাকুর প্যারোলের মেয়াদ

স্ত্রীর পারলৌকিক ক্রিয়ার জন্য কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের প্যারোলের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। ১৬ জুলাই পর্যন্ত প্যারোলে থাকবেন তিনি। ১৭ জুলাই তাঁকে ফিরতে হবে প্রেসিডেন্সি জেলে। তবে প্যারোল থাকাকালীন একাধিক শর্ত পালন করতে হবে তাঁকে। দীর্ঘ রোগভোগের পর গত মঙ্গলবার সুজয়কৃষ্ণবাবুর স্ত্রী বাণী ভদ্রের প্রয়াণ হয়।

এদিন আদালত জানিয়েছে, ১৬ জুন পর্যন্ত সুজয়কৃষ্ণবাবুর সঙ্গে ২৪ ঘণ্টা ইডির একজন অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক থাকবেন। কালীঘাটের কাকুর গতিবিধি নথিভুক্ত করবেন তিনি। তাঁর নিরাপত্তার দায়িত্ব থাকবে কেন্দ্রীয় বাহিনীর ওপরে। স্ত্রীর পারলৌকিক ক্রিয়ার জন্য ১০ কিলোমিটারের বেশি দূরে কোথাও যেতে পারবেন না তিনি। সেখানে যাওয়ার ৪৮ ঘণ্টা আগে ইডিকে তাঁর বিস্তারিত সফরসূচি জানাতে হবে। কোনও কারণে তাঁর বাড়ির কাছে ভিড় হতে দেওয়া চলবে না।

গত মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাণীদেবীর। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। সুজয়কৃষ্ণবাবুই তাঁর দেখভাল করতেন। তাঁর গ্রেফতারির মায়ের দেখভাল করছিলেন মেয়ে। স্ত্রীর শেষকৃত্যে যোগদান করতে আদালতে জামিনের আবেদন করেছিলেন সুজয়কৃষ্ণবাবু। তবে জামিনের বদলে তাঁকে প্যারোল দেয় আদালত। এর পর প্রেসিডেন্সি জেল থেকে মুক্ত হন তিনি।