Alcohol in Metro: মদের বোতল নিয়ে মেট্রোতে উঠতে পারবেন, শর্ত সাপেক্ষে দেশের ওই রুটে শিথিল করা হল বিধি

সংস্কৃতি ফালোর

মেট্রোতে মদের বোতল নিয়ে যাওয়া নিয়ে এবার নয়া বিজ্ঞপ্তি জারি করল দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন শুক্রবার এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, এবার থেকে দিল্লি মেট্রোতে দুটি সিল করা মদের বোতল নিয়ে যাওয়া যাবে। তবে মেট্রোর মধ্যে মদ খাওয়া বা অভব্য কোনও আচরণ করা একেবারেই নিষিদ্ধ। নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমআরসির তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মাথাপিছু দুটি করে সিলড অ্য়ালকোহলের বোতল মেট্রোতে কোনও ব্যক্তি বহন করতে পারবেন। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রশ্নের উত্তরে দিল্লি মেট্রোর তরফে জানানো হয়েছে, এতদিন পর্যন্ত এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন ছাড়া সমস্ত মেট্রোর লাইনেই অ্য়ালকোহল বহন করা নিষিদ্ধ ছিল।

ডিএমআরসির তরফে বলা হয়েছে, সিআইএসএফ ও ডিএমআরসির আধিকারিকরা আগের বিজ্ঞপ্তিটা খতিয়ে দেখেছেন। আগের নির্দেশে এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন ছাড়া দিল্লি মেট্রোর অন্য়ত্র মদের বোতল বহন করা নিষিদ্ধ ছিল। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রো চত্বরে মদ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

নির্দেশে বলা হয়েছে, উপযুক্ত নিয়ম মেনে মেট্রো যাত্রীদের যাতায়াত করার জন্য অনুরোধ করা হচ্ছে। কেউ যদি মদ খেয়ে মেট্রোর মধ্যে কোনওরকম অভব্যতা করলে তার বিরুদ্ধে আইন অনুসারে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে।

তবে দিল্লি মেট্রোতে একাধিক জিনিস বহন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। যেমন ধারলো কোনও জিনিস মেট্রোতে বহন করা যায় না। বিস্ফোরক সামগ্রী, দাহ্য পদার্থ, কেমিক্যাল সামগ্রী, ভয়াবহ সামগ্রী, বন্দুক সহ যে কোনও ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ যাত্রীদের মেট্রোতে চড়ার ক্ষেত্রে নানা বিধিনিষেধ রয়েছে।

সেই সঙ্গে মেট্রোতে মদ খাওয়া বা মাতলামো করলেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তবে এর আগে দিল্লি মেট্রোর অধিকাংশ রুটেই মদ বহন করা নিষিদ্ধ ছিল। তবে এবার সেক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। ডিএমআরসির তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মাথাপিছু দুটি করে সিলড অ্য়ালকোহলের বোতল মেট্রোতে কোনও ব্যক্তি বহন করতে পারবেন। তবে মেট্রোর মধ্যে মদ খাওয়া বা মাতলামো করা আগের মতোই নিষিদ্ধ থাকছে। এতে যেমন সহযাত্রীদের সমস্যা হতে পারে। তেমনি সংশ্লিষ্ট ব্যক্তিরও সমস্যা হতে পারে। সেকারণে এনিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হয়।