Ambati Rayudu To Join Politics After Retirement From Indian Cricket

নয়াদিল্লি: ১৬ তম আইপিএলের ফাইনালের আগেই ভারতীয় ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন আম্বাতি রায়ডু (Ambati Rayudu)। চেন্নাই সুপার কিংসের হয়ে খেতাব জিতেই ভারতীয় ক্রিকেটকে বিদায় জানান তিনি। এবার ক্রিকেটের ২২ গজ ছেড়ে রাজনীতির ময়দানে নামতে চলেছেন প্রাক্তন ভারতীয় তারকা। খবর অনুযায়ী, যুবজন শ্রমিক রায়থু কংগ্রেস পার্টিতে (Yuvajana Sramika Rythu Congress Party) যোগ দিচ্ছেন রায়াডু।

আইপিএল জয়ের পরেই তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর জগনমোহন রেড্ডির (Jaganmohan Reddy) সঙ্গে দেখা করেছিলেন। ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। জল্পনা তখন থেকেই শুরু হয়েছিল। খবর সেই জগমোহন রেড্ডির যুবজন শ্রমিক রায়থু কংগ্রেস পার্টির হয়েই সম্ভবত লড়বেন রায়াডু। জগনমোহন রেড্ডি বরাবরই তাঁর অনুপ্রেরণা বলে জানিয়েছেন রায়াডু। 

 

নিজের শহর গুন্টরে পৌঁছে রায়াডু রাজনীতির ময়দানে নামার আভাস দিয়েছিলেন। রাজনীতিতে নেমে লোকের জন্য কাজ করতে আগ্রহী ভারতীয় তারকা। সেইমতোই ৩৭ বছর বয়সি তারকা সেখানকার সাধারণ মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাঁদের সমস্যার কথা শোনার ও বোঝার কাজও শুরু করে দিয়েছেন। রায়ডু বলেছিলরেন, ‘মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি তরুণদের জন্য বড় অনুপ্রেরণা। তাঁকে দেখে অনেক তরুণই রাজনীতিতে আসতে আগ্রহী হবে। তিনি যেভাবে নিজের উদ্যোগে রাজনীতিকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চান প্রশংসনীয়।’

রায়াডু বর্তমানে গুন্টুরের প্রত্যন্ত অঞ্চলগুলিতে ঘুরে সেখানকার লোকেদের সমস্যার কথা শুনছেন। জানা গিয়েছিল অন্ধ্রপ্রদেশের মছিলিপটনম অথবা গুন্টুর জেলার হয়ে তিনি লোকসভার নির্বাচনে লড়তে পারেন। তবে রাজনীতির ময়দানে নামার আগে ভিত শক্ত করার কাজ শুরু করে দিলেও, ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন না বলে আগেভাগেই জানিয়ে দিয়েছেন তিনি। তাঁকে আমিনাবাদ গ্রামের মুলানকারেশ্বরি মন্দির, ফিরঙ্গিপুরমে সাইবাবার মন্দির, বালা ইয়াসু গির্জা দর্শন করতেও দেখা গিয়েছিল। রায়াডু নভজোৎ সিং সিধু, হরভজন সিংহ, মহম্মদ আজহারউদ্দিন, শ্রীসন্থের মতো একগুচ্ছ তারকাদের তালিকায় নাম লেখাতে চলেছেন, যারা ক্রিকেট থেকে রাজনীতির ময়দানে পা রেখেছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?