Election: রাজ্য নির্বাচন কমিশনারকে ‘অ্যাকশন’ নেওয়ার বার্তা রাজ্যপালের, সফরকালে কার ফোন পেতেই পদক্ষেপ সিভি আনন্দ বোসের?

যাচ্ছিলেন কালিম্পং থেকে কোচবিহারের দিকে। গাড়িতে সফরকালেই হঠাৎ ফোন এল রাজভবনের অফিসার অন স্পেশ্যাল ডিউটি সন্দীপ সিংয়ের কাছে। গাড়িতে তখন বসে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর সন্দীপ সিং প্রাথমিক কিছু খোঁজ নিয়েই ফোন দিয়ে দেন রাজ্যপালের কাছে।  বাকি ঘটনা কার্যত ২০২৩ পঞ্চায়েত ভোটের প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ হয়ে রইল। উত্তরবঙ্গ সফরে থাকাকালীন রাজ্যপাল এদিন কার্যত সরাসরি পদক্ষেপের রাস্তায় হাঁটলেন।

ফোনের ওপারে তখন এক ব্যক্তি। সন্দীপ সিংকে ফোন করে জানান যে তাঁকে মারধর করা হচ্ছে। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনায়। এই পর্যন্ত শুনেই সন্দীপ সিং ফোন তুলে দেন রাজ্যপাল সিভি আনন্দ বসোকে। ফোনে ওই ব্যক্তির অভিযোগ ভালো করে শোনেন রাজ্যপাল। সব কথা শুনে তিনি রাজ্য নির্বাচন কমিশনারকে ফোন করতে নির্দেশ দেন সন্দীপ সিংকে। মুহূর্তে রাজ্যপালের উত্তরবঙ্গ সফরে থাকাকালীন অবস্থাতেই ফোন যায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার কাছে। রাজ্যপাল ফোনের এই প্রান্ত থেকে ‘অ্যাকশন’ নেওয়ার বার্তা দেন। রাজ্য নির্বাচন কমিশনারকে বলেন, ‘প্রার্থীদের রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে’। এরপরই সিভি আনন্দ বোসের সাফ বার্তা ‘দ্রুত অ্যাকশন নিন’। এদিকে, যিনি নির্যাতনের শিকার হচ্ছে ন বলে অভিযোগ তুলে রাজ্যপালের কাছে নিরাপত্তার আর্জি জানান, তাঁকে রাজ্যপাল অভয়ও দিয়েছেন। তবে গোটা পর্বের যে ভিডিয়ো তা এই মুহূর্তে ভাইরাল। পঞ্চায়েত ভোটের আসরে এই ভিডিয়ো কার্যত ঘুরপাক খেতে শুরু করেছে। বিভিন্ন মহলে এই নিয়ে জোর চর্চা হচ্ছে।

এদিকে সামনেই ৮ জুলাই। সেই দিন বাংলা জুড়ে পঞ্চায়েত ভোট। ভোটমুখী বাংলার বুকে ক্রমাগত হিংসার ছবি উঠে আসছে। কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা জোরদার রাখা। এদিকে নিরাপত্তা নিয়ে হাইকোর্টে একাধিক মামলা রয়েছে পঞ্চায়েত ভোটের নিরিখে। কোর্টের নির্দেশে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, এই পরিস্থিতিতে রাজভবনে তৈরি হয়েছে পিস রুম। সমস্ত দিক থেকে রাজ্যে কার্যত দামামা বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের।