Blast in Pharma unit: বিশাখাপত্তনমের কাছেই ওষুধ কারখানার চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে গেলেন কয়েকজন

বিশাখাপত্তনম থেকে কাছেই আনাকাপল্লি জেলাতে অচ্যুতপুরমে স্পেশাল ইকোনমিক জোনে সাহিতি ফার্মা ইউনিটের চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। আর তার জেরে দুজনের প্রাণ গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখান ওষুধ কোম্পানির কারখানা থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়।

সূত্রের খবর, দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে। মনে করা হচ্ছে অনেকেই সেই কারখানার মধ্য়ে আটকে পড়েছিলেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কারখানার মধ্য়ে একটি রিঅ্য়াক্টর ব্লাস্ট করে। তার জেরেই চুল্লির কাছ থেকে গল গল করে ধোঁয়া বের হতে থাকে। সেই সঙ্গেই আগুন। দমকল আধিকারিক লক্ষ্মণ রাও সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, আটটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। আরও চারটি ইঞ্জিন রাস্তায় রয়েছে।

এদিকে গোটা ঘটনায় এলাকায় ব্যপক আতঙ্ক ছড়ায়। দমকলকর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সাতজন কর্মী জখম হয়েছেন বলে খবর। তার মধ্য়ে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফার্মা ইউনিটের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ঘটনার সময় অন্তত ৩৫জন কাজ করছিলেন। বিস্ফোরণ হতেই ২৮জন আতঙ্কে পালাতে শুরু করেন। সাতজন জখম হয়েছিলেন। তাদের একে একে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার মধ্য়ে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে এব্যাপারে সরকারি ভাবে কোনও তথ্য় মেলেনি।

তবে পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য় সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। আর কেউ কারখানায় আটকে রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে এই চুল্লিতে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে।