Online college admission portal: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, বাংলার ৫০৯টি কলেজে খুলে যাবে অনলাইনে ভর্তির পোর্টাল

গত ২ জুন উচ্চশিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ২০২৩-২৪ সালেও এবার অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সেই মতো শুক্রবার মাঝরাত থেকেই চালু হয়ে যাচ্ছে বাংলার বিভিন্ন কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া। স্নাতকস্তরে ভর্তি হবে অনলাইনেই।

তবে এবার সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল কেন্দ্রীয় পোর্টাল নয়, কলেজের নিজস্ব পোর্টালের মাধ্যমে এই ভর্তি প্রক্রিয়া হবে। বাংলার সব মিলিয়ে ৫০৯টি কলেজ তাদের নিজস্ব পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালাবে। সেই নিরিখে এবারও অনলাইনে ভর্তির বড় উদ্যোগ।

যে ছাত্র যে কলেজে ভর্তি হতে চাইবেন তিনি সেই কলেজে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের পোর্টালে গিয়ে তিনি আবেদন করতে পারবেন। সেখানেই তাঁরা তাঁদের যাবতীয় নথি আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে কলেজে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ফর্ম তোলা, সেই ফর্ম জমা দেওয়ার মতো ঝক্কি তাদের আর পোহাতে হবে না। বাড়িতে বা সাইবার ক্যাফেতে গিয়ে সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে গিয়ে ভর্তির জন্য় আবেদন করতে পারবেন। অনলাইনেই ভর্তির জন্য প্রয়োজনীয় ফি জমা দিতে পারবেন পড়ুয়ারা।

আর আপনার নাম মেধাতালিকায় রয়েছে কি না সেটা ইমেল অথবা ফোনে জানিয়ে দেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তবে শংসাপত্র আপলোড করার জন্য় কলেজকে কোনও অর্থ দিতে হবে না। মেধাতালিকায় নাম উঠলে অর্থ দিন অনলাইনেই, বা ব্যাঙ্কের মাধ্যমে।

এদিকে এবছর থেকে স্নাতকস্তরের কোর্স চার বছরের জন্য। সেক্ষেত্রে পড়ুয়াদের মধ্য়েও এনিয়ে যথেষ্ট চর্চা রয়েছে। সূত্রের খবর, আগামী ১৫ জুলাই পর্যন্ত কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে। এরপর ২০ জুলাই ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে। কলেজ সূত্রে খবর, অগস্টের প্রথমদিন থেকে স্নাতকের প্রথম সেমেস্টারের ক্লাস শুরু করার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। সেকারণে সমস্ত বিষয়গুলি যাতে অত্যন্ত সুষ্ঠতার সঙ্গে মেটে সেটাও দেখা হচ্ছে। যাবতীয় নথি অনলাইনেই পোর্টালে আপলোড করতে পারবেন পড়ুয়ারা। সেক্ষেত্রে আর কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরই খুলে যাবে ভর্তির পোর্টাল। তারপরই পড়ুয়ারা তাঁদের পছন্দের কলেজে ভর্তির জন্য় আবেদন করতে পারবেন। এনিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহ একেবারে তুঙ্গে।

এদিকে ওয়াকিবহাল মহলের মতে, বিগতদিনে কলেজে কলেজে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে একেবারে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হত। এমনকী ছাত্র ভর্তির নাম করে কাটমানি নেওয়ার অভিযোগও উঠত। শাসকদলের একাধিক ছাত্র নেতার নাম স্থানীয়স্তরে জড়িয়ে যেত এই অনিয়মের সঙ্গে। তবে এবার আর তেমনটা হওয়ার নয়। অনলাইনেই ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।