Inter Miami Appoint Gerardo Martino As New Head Coach

মায়ামি: গত মরশুম শেষেই প্যারিস সঁ জরমঁ ছেড়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। মেজর লিগ সকারে (Major League Soccer) ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে চুক্তি সই করেছেন আর্জেন্তাইন তারকা। সেখানেই তাঁকে আসন্ন মরশুমে খেলতে দেখা যাবে। মেসির প্রাক্তন বার্সেলোনা সতীর্থ সার্জিও বুস্কেতসও (Sergio Busquets) একই ক্লাবের হয়ে খেলবেন। দুই তারকা ইন্টার মায়ামিতে নতুন মরশুমে নিজেদের প্রাক্তন কোচের অধীনেই ফের একবার খেলতে চলেছেন। ডেভিড বেকহ্যামের মালিকাধীন ইন্টার মায়ামির দায়িত্ব তুলে দিল প্রাক্তন বার্সেলোনা কোচ জেরার্ডো (তাতা) মার্টিনোর (Gerardo Martino) হাতে।

এ মাসের শুরুতেই প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ফিল নেভিলকে কোচের পদ থেকে ছাঁটাই করে ইন্টার মায়ামি। এবার তাঁর বদলি হিসাবে তাতাকেই বেছে নিল ইন্টার মায়ামি। মেসির সঙ্গে তাতার সম্পর্ক বেশ ভাল। বার্সেলোনা তো বটেই, আর্জেন্তিনার জাতীয় দলকেও কোচিং করিয়েছেন তাতা। মেজর লিগ সকারেও কিন্তু কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর আগে আটালান্টা ইউনাইটেডের দায়িত্ব সামলেছেন তাতা। ২০১৮ সালে এমএলএসের সেরা কোচও নির্বাচিত হয়েছিলেন তিনি।

নতুন ক্লাবের দায়িত্ব হাতে নিয়ে উচ্ছ্বসিত তাতা বলেন, ‘ইন্টার মায়ামির মতো বড় একটা ক্লাবে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। একত্রিতভাবে আমরা দারুণ কিছু করতে পারি বলে আমার বিশ্বাস। ওই অঞ্চলের বাকিদের চ্যালেঞ্জ জানানোর জন্য ক্লাবের যথেষ্ট ভাল পরিকাঠামো রয়েছে। আমি বিশ্বাস করি সকলের দায়বদ্ধতা এবং কঠোর পরিশ্রমের দ্বারা আমরা সাফল্য পাবই।’ তবে এখনও সব কাগজ হাতে না পাওয়ায় তাতা সরকারিভাবে দায়িত্ব নিতে পারেননি। তাই অস্টিনের বিরুদ্ধে ইন্টার মায়ামির ম্যাচ স্ট্যান্ডে বসেই দেখতে হবে তাঁকে।

মেসি ও বুস্কেতস যে মায়ামিতে ছুটি কাটাতে আসছেন না, সেকথা কিন্তু মায়ামির নতুন কোচ সাফ জানিয়ে দিয়েছেন। ‘আমাদের দিকে অনেক সময়ই যুক্তরাষ্ট্র বা মায়ামিকে ছুটি কাটানোর স্থান হিসাবে মনে করা হয়। তবে এক্ষেত্রে এমনটা নয়। ওরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসছে। ওরা বিশ্বখেতাব, স্প্যানিশ লিগ জিতে এখানে আসছে। এখানে এসে তো আর চুপচাপ বসে থাকবে না ওরা। লড়াই করবে, কারণ সেটা ওদের রক্তে রয়েছে।’  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?