Madhyamik Review & Scrunity Result 2023: আজ বেরোচ্ছে মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল; কখন, কোথায় ও কীভাবে দেখ

আজ (শুক্রবার) মাধ্যমিকের স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফল প্রকাশিত হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আজ বিকেল পাঁচটা থেকে অনলাইনে স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফলাফল দেখতে পাবেন পড়ুয়ারা। তবে আজই নিজেদের সংশোধিত মার্কশিট পাওয়া যাবে। মার্কশিটের জন্য আগামী সপ্তাহের প্রথম কয়েকদিন অপেক্ষা করতে হবে। আগামী সপ্তাহের শুরুতেই নির্দিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে স্কুলের প্রতিনিধিরা মার্কশিট সংগ্রহ করতে পারবেন বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। তারপর পড়ুয়ারা স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে।

আরও পড়ুন: NEET UG 2023 Topper: বাংলার বাইরে নয়, SSKM-এ ডাক্তারি নিয়ে পড়বেন NEET-এ দেশে দ্বাদশ সায়ন, দিলেন টিপস

কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল দেখা যাবে?

পর্ষদের তরফে জানানো হয়েছে, অনলাইনে www.indiarsults.com এবং www.results.shiksha থেকে মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা। আজ বিকেল পাঁচটা থেকে পড়ুয়ারা ফলাফল দেখতে পারবে।

আরও পড়ুন: WBJEE 2023 Topper: উচ্চমাধ্যমিকে ৪৮৪, জয়েন্টে চতুর্থ, মেদিনীপুরের ছেলে বললেন ‘এটা রকেট সায়েন্স নয়’

কবে সংশোধিত মার্কশিট দেওয়া হবে?

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার (৩ জুলাই) পর্ষদের আঞ্চলিক কার্যালয় থেকে স্কুলের প্রতিনিধিরা সংশোধিত মার্কশিট সংগ্রহ করতে পারবেন। তারপর নিজেদের স্কুল থেকে সংশোধিত মার্কশিট নিতে পারবে পড়ুয়ারা।

২০২৩ সালের মাধ্যমিক রেজাল্ট

চলতি বছর ১৯ মে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার ৭৬ দিনের মাথায় ফলাফল প্রকাশ করেছিল পর্ষদ। এবার পাশের হার ঠেকেছিল ৮৫.১৬ শতাংশে। জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে ছিল পূর্ব মেদিনীপুর (৯৬.৮১ শতাংশ। তারপর ছিল যথাক্রমে কালিম্পং (৯৪.১৩ শতাংশ), কলকাতা (৯৩.৭৫ শতাংশ), পশ্চিম মেদিনীপুর (৯২.১৩ শতাংশ)।

এবার মাধ্যমিকে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের দেবদত্তা মাজি। ৭০০-র মধ্যে তার প্রাপ্ত নম্বর ছিল ৬৯৭। দ্বিতীয় স্থানে দখল করেন দু’জন -পূর্ব বর্ধমানের শুভম পাল এবং মালদার রিফাত হাসান সরকার। ছ’জন পড়ুয়া তৃতীয় স্থান অধিকার করেন। তাঁরা হলেন – উত্তর ২৪ পরগনার অর্ক মণ্ডল, উত্তর ২৪ পরগনার সৌম্যদীপ মালিক, মালদার মহম্মদ সারওয়ার ইমতিয়াজ, মালদার মাহির হাসান, মালদার স্বরাজ পাল, মালদার অর্ঘ্যদীপ সাহা। সবমিলিয়ে এবার মাধ্যমিকের মেধাতালিকায় তথা প্রথম দশে ছিলেন ১১৮ জন।