CWC Qualifiers: Sean Williams Star As Zimbabwe Beat Oman By 15 Runs To Hold Top Spot

বুলাওয়ো: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (CWC Qualifiers) জিম্বাবোয়ের (Zimbabwe Cricket Team) জয়ের ধারা অব্যাহত। হাইস্কোরিং ম্যাচে এবার ওমানকে হারাল ক্রেগ আর্ভাইনের নেতৃত্বাধীন দল। ব্যাট হাতে অনবদ্য শতরান হাঁকিয়ে দলের জয়ের ভিত গড়ে দেন শন উইলিয়ামস (Sean Williams)। অভিজ্ঞ জিম্বাবোয়ে ব্যাটার ১৪২ রানের ইনিংস খেলেন। তাঁকে এই ইনিংসের জন্য ম্যাচ সেরাও ঘোষণা করা হয়। এই ম্যাচ মিলিয়ে নাগাড়ে সাতটি ৫০ ওভারের ম্যাচ জিতল জিম্বাবোয়ে।

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে জিম্বাবোয়ে। ওপেনারদের কিন্তু প্রথম পাওয়ার প্লেতে বেশ চাপে রেখেছিল ওমান। তাও সেই ঝড় সামলে ক্রেগ আর্ভাইন ও জয়লর্ড গুম্বি জিম্বাবোয়ের হয়ে শুরুতে ৪৬ রান যোগ করেন। তবে পরপর দুই রানের মধ্যেই দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে জিম্বাবোয়ে। আর্ভাইন ২৫ ও জয়লর্ড ২১ রানে ফেরেন। এই পরিস্থিতিতেই দলের হাল ধরেন গত ম্যাচে জিম্বাবোয়র নায়ক শন উইলিয়ামস। তিনি এবং ওয়েসলি মাধিভেরে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। মাধিভেরে ২৩ রানে আউট হলেও, শন উইলিয়ামস কিন্তু একদিক আগলে রাখেন। 

উইলিয়ামসকে সঙ্গ দেন সিকন্দর রাজা (Sikandar Raza)। চতুর্থ উইকেটে দুই জিম্বাবোয়ে ব্য়াটার ১০২ রান যোগ করেন। রাজা ৪২ রানে আউট হয়ে অর্ধশতরান হাতছাড়া করেন বটে। তবে ওয়ান ডে কেরিয়ারে এই ইনিংসের সুবাদেই চার হাজার রানের গণ্ডি পার করে ফেলেন তিনিও। চার হাজার রান করতে রাজা ১২৭ ইনিংস সময় নেন , যা জিম্বাবোয়ে ইতিহাসে দ্রুততম। রাজা অর্ধশতরান না করলেও, ৩৮তম ওভারে উইলিয়ামস নিজের শতরান পূরণ করেন। এটি এই টুর্নামেন্টে তাঁর তৃতীয় শতরান। শেষের দিকে লুক জঙয়ে ২৮ বলে ৪৩ রানের দুরন্ত আগ্রাসী ইনিংস খেলেন। জিম্বাবোয়ে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ৩৩২ রান তোলে। ওমানের হয়ে ফায়াজ বাট চার উইকেট নেন।

বিরাট রান তাড়া করতে নেমে ওমান কিন্তু একেবারেই দমে যায়নি। যতীন্দর সিংহ রান না পেলেও, কাশ্যপ প্রজাপতি ও আকিব ইলিয়াস ৮৩ রান যোগ করেন। দুই তারকার দাপটে ম্যাচ জিম্বাবোয়ের নাগাল থেকে ফস্কে যাচ্ছিল। এমন সময়ই ৪৫ রানে ইলিয়াসকে ফিরিয়ে দলকে কাঙ্খিত সাফল্য এনে দেন সিকন্দর রাজা। ওমান অধিনায়ক জিশান মাকসুদ ও কাশ্যপ তারপর ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বটে। তবে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন জিশান। কাশ্যপ কিন্তু নিজের শতরান হাতছাড়া করেননি। প্রথম ওমান খেলোয়াড় হিসাবে কোনও পূর্ণ সদস্য দলের বিরুদ্ধে শতরান হাঁকালেন তিনি।

কাশ্যপ আউট হওয়ার পর আয়ান খান ৪৭ রানের ইনিংসে লড়াই করার চেষ্টা করেন বটে। তবে তা যথেষ্ট ছিল না। শেষমেশ ৫০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ৩১৮ রানের বেশি করতে পারেনি ওমান। ১৪ রানে জেতে জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি সর্বাধিক তিন উইকেট নেন। এই জয়ের সুবাদে সুপার সিক্সের পয়েন্ট তালিকায় একেবারে শীর্ষে রইল জিম্বাবোয়ে। অপরদিকে, সবার নীচে রয়েছে ওমান।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?