New Rules from July 2023: নিষ্ক্রিয় প্যান, বেশি হারে সুদ, বাইকের দাম বৃদ্ধি- জুলাইয়ে কোন নিয়ম পালটাচ্ছে? – Deactivated PAN card, Interest Rate, LPG Prices, Motorcycle prices

নয়া অর্থবর্ষের (২০২৩-২৪) তৃতীয় মাসও প্রায় শেষ হতে চলল। এবার শুরু হচ্ছে জুলাই। যে মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হয় (অনেকক্ষেত্রে সময়সীমা বাড়ানো হয়)। আবার ১ জুলাই থেকেই দ্বিতীয় ত্রৈমাসিক শুরু হয়। তারইমধ্যে এবার ১ জুলাই থেকে একাধিক নিয়ম পালটে যাচ্ছে। চালু হচ্ছে নয়া নিয়ম। যে তালিকায় প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়া, বাইকের দাম বৃদ্ধি, সুদের হার বৃদ্ধির মতো বিভিন্ন বিষয় আছে। ১ জুলাই থেকে কী কী নয়া নিয়ম চালু হচ্ছে, তা দেখে নিন –

আরও পড়ুন: মাত্র ৫০ টাকা করে জমালেই ফেরত পাবেন গাড়ি কেনার টাকা! জানুন কীভাবে

নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে প্যান কার্ড

৩০ জুনের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করিয়েছেন? যদি সেই কাজটা না করে থাকেন, তাহলে ১ জুলাই থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড। তার ফলে জোরদার ধাক্কা লাগবে। বাধাপ্রাপ্ত হবে একাধিক কাজ। তবে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার অর্থ এটা নয় যে সেটা বাতিল হয়ে যাবে। বরং জরিমানা দিয়ে আবারও প্যান কার্ড সক্রিয় করা যাবে। 

আরও পড়ুন: ITR Mistakes: আয়কর রিটার্ন ফাইলের সময়ে এই ভুলগুলি অনেকেই করেন! সতর্ক থাকবেন

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বৃদ্ধি

পয়লা জুলাই থেকে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক (জুলাই থেকে সেপ্টেম্বর) শুরু হচ্ছে। আর দ্বিতীয় ত্রৈমাসিকে কয়েকটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ছে। এক বছরের ডিপোজিট, দুই বছরের ডিপোজিট এবং পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে।

তাছাড়া সেভিংস ডিপোজিট, তিন বছরের ডিপোজিট, পাঁচ বছরের ডিপোজিট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), কিষান বিকাশ পত্র এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার অপরিবর্তিত আছে। (কোন প্রকল্পে কত হারে সুদ মিলবে, তা জানতে ক্লিক করুন এখানে)

দাম বাড়ছে হিরোর মোটরসাইকেল ও স্কুটারের 

হিরো মোটকর্পের থেকে তরফে জানানো হয়েছে, আগামী ৩ জুলাই থেকে কয়েকটি নির্দিষ্ট শ্রেণির মোটরসাইকেল এবং স্কুটারের দাম ১.৫ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে। ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ মিন্ট’-র প্রতিবেদন অনুযায়ী, হিরো এক্সটিম, হিরো স্প্লেন্ডারের মতো মোটরসাইকেলের দাম বৃদ্ধি পাবে। উল্লেখ্য, চলতি বছরের গোড়ার দিকে কয়েকটি নির্দিষ্ট মোটরসাইকেলেরও দাম দুই শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল হিরো।

HDFC ব্যাঙ্ক এবং HDFC-র ব্যাঙ্কের সংযুক্তিকরণ

নয়া মাসের পয়লা তারিখ থেকেই এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি মিশে যাচ্ছে। সেই সংযুক্তিকরণে অনুমোদন দিয়েছে বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক। অর্থাৎ এবার থেকে ব্যাঙ্কের শাখায় ঋণ সংক্রান্ত পরিষেবাও মিলবে। একই জায়গায় পাওয়া যাবে যাবতীয় পরিষেবা।

রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

সাধারণত মাসের প্রথমদিনে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়। তবে সেটা যে সবসময় হবে, এমন নয়। এমনিতে গত মার্চ থেকে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন হয়নি। তবে জুনের শুরুতেই ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল।