ODI World Cup 2023: Every World Cup Stadium Will Get A Grant Of Rs 50 Crore To Upgrade Its Infrastructure, According To Reports

মুম্বই: দরজায় কড়া নাড়ছে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে বসছে ওয়ান ডে বিশ্বযুদ্ধ। খেলা হবে মোট ১০ কেন্দ্রে। তার আগে মাঠ ও স্টেডিয়াম সংস্কারের কাজের জন্য প্রত্যেক কেন্দ্রকে বিরাট অঙ্কের আর্থিক অনুদান দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

সূত্রের খবর, যে ১০ কেন্দ্রে বিশ্বকাপের ম্যাচ আয়োজন হবে, তাদের প্রত্যেককে ৫০ কোটি টাকা করে অনুদান দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। মাঠ, গ্যালারি, ড্রেসিংরুম, কর্পোরেট বক্স, শৌচালয়-সহ গোটা পরিকাঠামোর উন্নয়নে। সমান অঙ্কের টাকা দেওয়া হবে তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিকেও। যেখানে ওয়ার্ম আপ ম্যাচ আয়োজিত হবে। ইতিমধ্যেই ইডেন গার্ডেন্স, ধর্মশালা, ওয়াংখেড়ের মতো স্টেডিয়ামে জোর কদমে চলছে সংস্কারের কাজ। দ্রুত সেই কাজ শেষ করার কথা বলা হয়েছে বোর্ডের তরফে।

এর আগে কখনও বিশ্বকাপের আয়োজনের জন্য কোনও রাজ্য ক্রিকেট সংস্থাকে এত বড় অঙ্কের অনুদান দেয়নি বোর্ড। সেদিক থেকে দেখতে গেলে জয় শাহদের কমিটি উদাহরণ তৈরি করল। 

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসানো হচ্ছে অত্যাধুনিক এলইডি ফ্লাডলাইট। লখনউয়ের পিচ নতুন করে তৈরি হচ্ছে। ইডেনে ড্রেসিংরুম সংস্কার-সহ একাধিক কাজ চলছে জোরকদমে। ধর্মশালায় নতুন ঘাস বসানোর কাজ চলছে মাঠে। পুণে স্টেডিয়ামে নতুন ঘর তৈরি হচ্ছে। নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলার টিকিট ব্যবস্থা ও শৌচালয় সংস্কার হচ্ছে। 

ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কবে কাদের খেলা, দিনক্ষণ জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। তারপর থেকেই যে প্রশ্নটা ক্রিকেটপ্রেমীদের মধ্যে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, তা হল, বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে টিকিট?

ইডেন গার্ডেন্সে একটি সেমিফাইনাল-সহ মোট পাঁচটি ম্যাচ পড়েছে। যার মধ্যে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচও রয়েছে। বিরাট কোহলি বনাম কাগিসো রাবাডা, কিংবা রোহিত শর্মা বনাম অনরিক নোখিয়া দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি চর্চা চলছে ভারত-পাকিস্তান সম্ভাব্য সেমিফাইনাল ম্যাচ নিয়েও। পাকিস্তান সেমিফাইনালে উঠলে শেষ চারে বাবর আজমদের খেলা পড়বে ইডেনেই। সেই সঙ্গে অনেকেই আমদাবাদে ভারত-পাকিস্তান মহারণ, চেন্নাইয়ে ভারত বনাম অস্ট্রেলিয়া, আমদাবাদে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো বড় ম্যাচগুলির টিকিট কাটতে মুখিয়ে রয়েছেন।

কবে থেকে ক্রিকেটপ্রেমীরা টিকিট কাটতে পারবেন? বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি সূত্রে খবর, আগামী সপ্তাহে অর্থাৎ, জুলাই মাসের প্রথম সপ্তাহে টিকিট বিক্রি শুরু হবে। বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়েছিল টুর্নামেন্টের ঠিক একশো দিন বাকি থাকতে, বিশেষ সেই দিনটিকে উদযাপন করতে। টিকিট বিক্রির কাজও দ্রুত শুরু করে দিতে চায় আইসিসি। এ ব্যাপারে সংবাদমাধ্যমে এখনই সরাসরি কিছু বলতে চাইছেন না আইসিসি কর্তারা। আইসিসি-র মুখপাত্র সি রাজশেখর রাও এবিপি লাইভকে বললেন, ‘টিকিট বিক্রি কবে শুরু হবে, সেটা শীঘ্রই জানতে পারবেন।’ তবে সূত্রের খবর, জুলাই মাসের শুরুতেই টিকিট বিক্রি শুরু করে দেওয়া হবে।

আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী দাদা স্নেহাশিস, বিশ্বকাপে বড় দায়িত্ব পেতে পারেন সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial