‘‌বিজেপিকে হঠাতে বিরোধ দূর করে ঐক্যবদ্ধ হতে হবে’‌, টুইট বার্তা দিলেন ডেরেক

বিজেপি বিরোধী পরবর্তী বৈঠক হবে বেঙ্গালুরুতে। আগামী ১৩ এবং ১৪ জুলাই আবার বিরোধী দলগুলি একমঞ্চে আসবে। এই আবহে সমস্ত বিরোধীদের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ও’‌ব্রায়েন। আজ, শনিবার তিনি একটি টুইট করেছেন। সেখানেই বিজেপিকে হঠাতে সার্বিক ঐক্য নিয়ে সকলকে এগিয়ে আসতে বলেছেন তিনি। গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে পাটনায় ১৫টি বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতা–নেত্রীদের বৈঠক হয়েছিল। তখন অনেক মতপার্থক্য প্রকাশ্যে এসেছিল। এবার সেগুলি সরিয়ে ঐক্যবদ্ধ হতে হবে বলে বার্তা দিয়েছেন ডেরেক।

এদিকে বাংলায় আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন হবে। ইতিমধ্যেই তার প্রচার শুরু হয়ে গিয়েছে জোরকদমে। এই প্রচারে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় অবস্থান স্পষ্ট করেছিলেন। তাতে কংগ্রেসকে তিনি বার্তা দিয়েছিলেন। এই আবহে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে সার্বিক জোট প্রশ্নের মুখে পড়ছে। প্রাথমিকভাবে স্থির হয়েছিল এই দ্বিতীয় দফার বৈঠক হবে ১২ জুলাই। কিন্তু পরে ঠিক হয়, এই বৈঠক হবে কংগ্রেস শাসিত কর্নাটকের বেঙ্গালুরুতে। তার আগে ডেরেকের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

অন্যদিকে আগামী লোকসভা নির্বাচনে (‌২০২৪ সালে)‌ ঐক্যবদ্ধভাবে লড়ার বার্তা দিয়েছেন সকলে। কিন্তু সেখানে ব্যতিক্রম ছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেস প্রকাশ্যে নয়াদিল্লির আমলাতন্ত্র নিয়ন্ত্রণের কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরোধিতার ঘোষণা না করলে, পরবর্তী বৈঠক বয়কটের ঘোষণাও করেছে আম আদমি পার্টি। এমন নানা মতপার্থক্য তৈরি হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে। এসবের ফায়দা যাতে বিজেপি নিতে না পারে তার জন্যই আগাম ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়ে রাখলেন ডেরেক ও’‌ব্রায়েন।

আরও পড়ুন: রাজ্য জয়েন্টে প্রথমবার ‘‌মক অ্যালটমেন্ট’‌ শুরু হচ্ছে, জানিয়ে দিলেন চেয়ারম্যান

ঠিক কী লিখেছেন ডেরেক?‌ আজ পয়লা জুলাই। আর বিরোধী দলগুলির বৈঠক হবে ১৩ ও ১৪ জুলাই। সুতরাং হাতে সময় আছে এখনও ১২ দিন। এই প্রেক্ষাপটে ডেরেক একটি টুইট করেছেন। যাতে সময় থাকতে সবাই নিজেদের মধ্যেকার বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হতে পারেন। তাই তিনি লিখেছেন, ‘গণতন্ত্র রক্ষা করা ও কর্মসংস্থান তৈরি করা দুটো এক বিষয় নয়। পাটনার পর আগামী বৈঠকে সেই বিষয়ের উপর আলোচনা হবে যেখানে ১০০ শতাংশ ঐক্যমত থাকবে। যদিও কিছু বিষয়ে মতপার্থক্য থাকার সম্ভবনা আছে। সেটা বুঝতে পারছি। তাই তৃণমূল স্তর থেকে সেই মতপার্থক্য দূর করার চেষ্টা করা হবে। বিজেপিকে হঠাতে হলে সার্বিকভাবে রাজনৈতিক দলগুলিকে পারস্পরিক বিরোধ দূর করে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই সব পরিষ্কার হবে।’‌