‘যারা রাম নবমীর মিছিলে ঢিল ছোড়ে বেছে বেছে তাদেরই কৃষক সম্মান নিধি দেওয়া হচ্ছে’

যারা রামনবমীর মিছিলে ঢিল মারে বেছে বেছে তাদেরই বছর বছর প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির ৬,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে উত্তর চব্বিশ পরগনার বাগদায় বিজেপি পঞ্চায়েতের প্রচারে এসে একথা বলেন তিনি। সঙ্গে ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে উপভোক্তাদের তালিকা তৈরি হবে গ্রামসভায়।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পিএম কিষান সম্মান নিধি দিয়েছেন। পশ্চিমবঙ্গে ৭৩ লক্ষ পরিবার। ৩১ লক্ষের নাম পাঠিয়েছে মমতা ব্যানার্জি। তার মধ্যে সাধারণ মানুষ বা অন্য দলের সমর্থক গুটিকয়েক। রাজনীতি দেখে নাম পাঠানো হয়েছে। সম্প্রদায় দেখে নাম পাঠানো হয়েছে। কারা আমার ভোট ব্যাঙ্ক, কারা রামনবমীর মিছিলে ঢিল মারে, তাদের চিহ্নিত করে নাম গিয়েছে। আপনি – আমি কৃষকরা ৬,০০০ টাকা বছরে পাই না’।

বলে রাখি, দীর্ঘ টানাপোড়েনের পর ২০১৯ লোকসভা নির্বাচনে ভরাডুবির পর রাজ্যে কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অভিযোগ, কেন্দ্রের কাছে নাম পাঠাতে পক্ষপাতিত্ব করেছে রাজ্য সরকার। তবে এদিন শুভেন্দু সরাসরি বললেন, সাম্প্রদায়িক পরিচয়ের নিরিখে বাছাই করা হয়েছে উপভোক্তাদের।