Lalbazar: ফাঁকিতে ফাঁসিও না! বিশেষ আই কার্ডে পুলিশ কর্মীদের গতিবিধিতে নজর লালবাজারের

কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর এবার সরাসরি নজরদারি রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে লালবাজার। এবার থেকে কর্তব্যরত পুলিশকর্মীদের পরে থাকতে হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড (আরএফআইডি)। এর ফলে কোনও বিশেষ কর্মসূচিতে দায়িত্বে থাকা ওই পুলিশ কর্মী তাঁর দায়িত্ব ঠিক মতো পালন করেছেন কি না তা জানা যাবে। সরাসরি চলবে ওই পুলিশকর্মীর উপর নজরদারি।

(পড়তে পারেন। শহরাঞ্চলে আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় বাংলা, ‘স্বচ্ছতা’ প্রমাণিত হল, বললেন ফিরহাদ)

লালবাজার সূত্রে খবর, আইপিএস, ওসি থেকে শুরু করে ইন্সপেক্টর, কনস্টেবল, সবাইকে এই নজরদারির আওয়ায় রাখা হবে। তাঁদের দেওয়া হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড। এর ফলে তাঁরা যখন বিশেষ কোনও অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন তখন তাঁদের গতিবিধির নজরদারির আওতায় থাকবে।

জানা গিয়েছে, যে থানা এলাকায় ওই অনুষ্ঠান চলবে, সেই থানার আধিকারিক আরএফআইডি রিডার ট্যাব নিয়ে হাজির থাকবেন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা ওই রিডাডের আই কার্ড পাঞ্চ করে নিজেদের উপস্থিতি নথিভুক্ত করবেন। তার পর তাঁকে দেওয়া নির্দিষ্ট দায়িত্ব তিনি পালন করবেন। কাজ শেষ হয়ে গেলেও কর্মীদের আরএফআইডি রিডারে কার্ড পাঞ্চ করে বেরোতে হবে। ওই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি রিডারে মধ্যে পুলিশ কর্মীর যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে।

এর আগে এই কাজটি হতো খাতায় কলমে। এবার থেকে তা ভার্চুয়ালি করা হবে। প্রক্রিয়াটি শুরু করার জন্য ইতিমধ্যেই পুলিশকর্মীদের ওই কার্ড দেওয়া শুরু হয়েছে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, শেক্সপিয়ার সরণি ও হেয়ার স্ট্রিট থানার সঙ্গে সদর দফতরের মুভমেন্ট শাখার হাতেও এই ওই কার্ড রিডার ট্যাব দেওয়া হয়েছে। পরীক্ষামূলক ভাবে ওই দুটি থানার হাতে এই ট্যাব দেওয়া হয়েছে। যদি পুরো প্রক্রিয়াটি সফল হয় তবে বাকি থানা ও পুলিশের অন্য বিভাগেও এই প্রক্রিয়া চালু করা হবে।

প্রশ্ন হল প্রাথমিক ভাবে শেক্সপিয়ার সরণি ও হেয়ার স্ট্রিট থানাকে ওই ট্যাব দেওয়া হল কেন? লালবাজার সূ্ত্রে জানা যাচ্ছে, যেহেতু ওই দু’টি থানা এলাকায় সব চেয়ে বেশি মিছিল-মিটিং হয়। সে কারণে, ওই দুটি থানা দিয়ে শুরু করতে চাইছে লালবাজার।