Partha Chatterjee: পার্থর আংটিকাণ্ডে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে পুলিশের দায়ের হল অভিযোগ

জেলের ভিতর পার্থ চট্টোপাধ্যায়কে আংটি পরে থাকতে দেওয়ায় আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে পুলিশে দায়ের হল অভিযোগ। অভিযোগ দায়ের করলেন ডিআইজি (কারা)। যদিও অভিযোগের ভিত্তিতে প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে কোনও FIR দায়ের করেনি পুলিশ। এই ঘটনায় দেবাশিসবাবুর বিপদ বাড়ল বলে মনে করা হচ্ছে।

প্রেসিডেন্সি জেলে বন্দি পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি কী ভাবে এল তার জবাবে সন্তুষ্ট ছিল না আদালত। জবাব চেয়ে দেবাশিসবাবুকে আদালতে তলব করেছিলেন বিচারক। সেখানে তিনি বলেন, পার্থবাবুর আঙুল থেকে অনেক চেষ্টা করেও আংটি খোলা যায়নি। এই ব্যাখ্যায় সন্তুষ্ট ছিল না আদালত। ওদিকে বিষয়টি আদালতে ওঠার কয়েক দিনের মধ্যে সেই আংটি পার্থর হাত থেকে খুলে ফেলা হয়।

দেবাশিস বাবুর বক্তব্যে অসন্তুষ্ট আদালত আইজিকে অনুসন্ধানের নির্দেশ দেন। আইজি জানান, পার্থবাবুর হাত থেকে জোর করে আংটি খোলার চেষ্টা হলে তাঁর আঘাত লাগতে পারত। যার ফলে বিপাকে পড়তে হত জেল কর্তৃপক্ষকে। তবে আইজির সেই ব্যাখ্যাতেও সন্তুষ্ট হয়নি আদালত। এর পর কারা দফতরের ডিআইজিকে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে নির্দেশ দেন বিচারক। সেই নির্দেশ মেনে, শনিবার হেস্টিংস থানায় দেবাশিসবাবুর বিরুদ্ধে FIR দায়ের করেন ডিআইজি কারা।

গত ১৯ এপ্রিল আদালতে প্রথম পার্থ চট্টোপাধ্যায়ের আংটির ব্যাপারটি ওঠে। ইডির আইনজীবী বলেন, পার্থ এতটাই প্রভাবশালী যে তাঁকে জেলে আংটি পরে থাকতে দেওয়া হচ্ছে। ভার্চুয়াল শুনানিতে পার্থবাবুকে হাত তুলে দেখাতে বলেন ইডির আইনজীবী। দেখা যায়, পার্থর আঙুলে রয়েছে ২টি আংটি। এর পরই এব্যাপারে জেল সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।