Sayani Ghosh: গলফ গ্রিনে ২টো ফ্ল্যাট, EMI দেয় কে? সায়নীর জবাবে সন্তুষ্ট নয় ED

নিয়োগ দুর্নীতির কাণ্ডে সায়নী ঘোষকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল ইডি। জেরায় সায়নী জানিয়েছেন, তাঁর ২টি ফ্ল্যাট রয়েছে। যার একটির মূল্য ৩৫ লক্ষ ও অন্যটির মূল্য ৮০ লক্ষ। যদিও ফ্ল্যাট কেনার জন্য এত টাকা তিনি কোথা থেকে পেলেন তার সন্তোষজনক জবাব দিতে পারেননি সায়নী।

ইডি সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হওয়া সায়নী ঘোষের গলফ গ্রিনে ২টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ৩৫ লক্ষ টাকা দামের ফ্ল্যাটটি সায়নীর মায়ের নামে। অন্য ফ্ল্যাটটির মালিক সায়নী নিজে। কিন্তু কোথা থেকে ২টি মহামূল্য ফ্ল্যাট কেনার টাকা তিনি পেলেন? গোয়েন্দাদের প্রশ্নের উত্তরে সায়নী জানিয়েছেন, অভিনেত্রী হিসাবে কিছু টাকা গচ্ছিত ছিল তাঁর। সঙ্গে ফ্ল্যাট কেনার জন্য ঋণ নেন তিনি। তবে তার কোনও নথি দেখাতে পারেননি সায়নী। ঋণ কার নামে নেওয়া হয়েছে আর তার কিস্তি কে শোধ করছেন তা নিয়ে ধোঁয়াশায় গোয়েন্দারা। এই নিয়ে প্রামাণ্য নথি নিয়ে ৫ জুলাই ফের সায়নীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছে ইডি। তাঁর আয়ের উৎস কী তাও জানাতে বলা হয়েছে সায়নীকে। 

তদন্তকারীরা জানাচ্ছেন, জেরায় কুন্তল ঘোষ জানিয়েছেন, সায়নীর সঙ্গে তাঁর একাধিক আর্থিক লেনদেন হয়েছে। তবে সায়নী জানিয়েছেন, কুন্তলের সঙ্গে তাঁর পরিচয় রাজনৈতিক। তাঁর সঙ্গে আর্থিক লেনদেনের দাবি মিথ্যা। তবে কুন্তলের সঙ্গে যে সায়নীর যোগাযোগ যে শুধুমাত্র রাজনৈতিক নয় তা ইতিমধ্যে বুঝে গিয়েছেন গোয়েন্দারা। তাদের হাতে রয়েছে কুন্তল ও সায়নীর চ্যাটের অংশবিশেষ। যাতে আর্থিক লেনদেনের আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

ইডির জেরা সামলে শুক্রবার রাতে বেরনোর পর সায়নী জানান, ফের পঞ্চায়েতের প্রচারে ঝাঁপাবেন তিনি। তবে শনিবার তৃণমূলের তরফে দলের তরফে প্রচারের দায়িত্বে থাকা নেতাদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নেই যুব তৃণমূলের সভানেত্রীর নাম।