Tarundeep Rai Archery Academy: সিকিমে আর্চারি অ্যাকাডেমি শুরু করলেন পদ্মশ্রী তরুণদীপ রাই

<p style="text-align: justify;"><strong>উমেশ তামাং, দার্জিলিং:</strong> সিকিমে তিরন্দাজি অ্যাকাডেমি শুরু করলেন পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত তীরন্দাজ তরুণদীপ রাই। নামচিতে তাঁর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ গোলে। তরুণদীপ রাই নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তরুণদীপ রাই বলেছিলেন যে এই অ্যাকাডেমি এমন খেলোয়াড় তৈরি করবে যাঁরা দেশ এবং সিকিমকে গর্বিত করবে। তরুণদীপ বলেন, ”এটা আমার জন্য বিশাল সম্মানের ব্যাপার যে আমার নামে এই অ্যাকাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। কিন্তু আমাদের কাজ এখান থেকেই শুরু হল। গোটা সিকিমের প্রচুর ছেলেমেয়ে রয়েছে, যাঁদেরকে আমরা এই অ্যাকাডেমিতে সঠিকভাবে প্রস্তুতির সুযোগ করে দিতে চাই। আমাদের সিকিমের বাচ্চাদের কোনকিছুতে কমতি নেই। শুধু পরিকাঠামোর অভাব ছিল। আমি আশা করি যে এই অ্যাকাডেমি থেকেও প্রচুর ছেলে মেয়ে ভবিষ্যতে সিকিম ও দেশের মুখ উজ্জ্বল করবে।”</p>
<p style="text-align: justify;">তরুণদীপ আরও বলেন, ”দেশের সব অ্যাকাডেমি থেকেই প্রচুর প্রতিভা উঠে এসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে। আমাদের অ্যাকাডেমি থেকেও ছেলে, মেয়েরা দেশের প্রতিনিধিত্ব করবে। আশা করি বিশ্বমঞ্চে তারা অলিম্পিক্স হোক বা অন্য যে কোনও মঞ্চ, সেখান থেকে তারা পদক জিততে সামর্থ্য হবে।”</p>
<p style="text-align: justify;">খেতাব নীরজের</p>
<p style="text-align: justify;">চোটের জন্য মাঝে বেশ কয়েক মাসের বিরতি নিয়েছিলেন। নিজের সেরা পারফরম্য়ান্সটি দিতে পারছেন না, বুঝতেই পারছিলেন। এবার চোট সারিয়ে ফিরতেই পুরনো মেজাজে নীরজ চোপড়া (Neeraj Chopra)। লসেন ডায়মন্ড লিগ জয় ভারতের এই তরুণ জ্যাভলিন তারকার। চোট সারিয়ে প্রায় ১ মাস পর জ্যাভলিন কোর্টে ফিরলেন। আর ফিরেই বড় টুর্নামেন্টে সাফল্য পেলেন নীরজ। স্যুইৎজারল্যান্ডের লসেন ডায়মন্ড লিগে নীরজ এদিন ৮৭.৬৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নজির গড়েন। নিজের পাঁচটি থ্রো-য়ের মধ্যে প্রথম ও চতুর্থ থ্রো-তে লক্ষ্যভ্রষ্ট হন। তবে পঞ্চমবারের চেষ্টায় এই দূরত্ব অতিক্রম করেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ। এশিয়ান গেমসের আগে নীরজের এই পারফরম্যান্স নিঃসন্দেহে তাঁকে আত্মবিশ্বাস জোগাবে।</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য, দোহা ডায়মন্ড লিগে খেতাব জয়ের পরই চোট পান নীরজ।&nbsp;এর আগে, নীরজ ৫ মে দোহায় আয়োজিত ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটারের থ্রোয়ে প্রতিযোগিতা জিতেছিলেন। এটিই এ মরশুমে নীরজের প্রথম টুর্নামেন্ট ছিল এবং তাতে অংশগ্রহণ করে শুরুটা দুরন্তভাবে করেন নীরজ। এ বছর হাঙ্গেরির বুদাপেস্টে ১৭ থেকে ২৭ অগাস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে।</p>
<div id="tw-target-rmn-container" class="tw-target-rmn tw-ta-container F0azHf tw-nfl" style="text-align: justify;">&nbsp;</div>
<div id="tw-target-rmn-container" class="tw-target-rmn tw-ta-container F0azHf tw-nfl" style="text-align: justify;">&nbsp;</div>