Lausanne Diamond League: Neeraj Chopra Clinches Title With Best Throw Of 87.66 M

লসেন: চোটের জন্য মাঝে বেশ কয়েক মাসের বিরতি নিয়েছিলেন। নিজের সেরা পারফরম্য়ান্সটি দিতে পারছেন না, বুঝতেই পারছিলেন। এবার চোট সারিয়ে ফিরতেই পুরনো মেজাজে নীরজ চোপড়া (Neeraj Chopra)। লসেন ডায়মন্ড লিগ জয় ভারতের এই তরুণ জ্যাভলিন তারকার। চোট সারিয়ে প্রায় ১ মাস পর জ্যাভলিন কোর্টে ফিরলেন। আর ফিরেই বড় টুর্নামেন্টে সাফল্য পেলেন নীরজ। স্যুইৎজারল্যান্ডের লসেন ডায়মন্ড লিগে নীরজ এদিন ৮৭.৬৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নজির গড়েন। নিজের পাঁচটি থ্রো-য়ের মধ্যে প্রথম ও চতুর্থ থ্রো-তে লক্ষ্যভ্রষ্ট হন। তবে পঞ্চমবারের চেষ্টায় এই দূরত্ব অতিক্রম করেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ। এশিয়ান গেমসের আগে নীরজের এই পারফরম্যান্স নিঃসন্দেহে তাঁকে আত্মবিশ্বাস জোগাবে।

 


উল্লেখ্য, দোহা ডায়মন্ড লিগে খেতাব জয়ের পরই চোট পান নীরজ। নিজের ট্যুইটারে সেই বিষয়ে বিবৃতিও দিয়েছিলেন তিনি। নীরজ নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন,  ”অনুশীলন করার সময় আমার পেশিতে টান লাগে। এই সফরে চোটআঘাত তো লাগবেই, তবে বারবার এই চোট সারিয়ে লড়াইয়ে ফেরাটা একদমই সহজ নয়। আমি নিজের চোট সারানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছি এবং আশা করছি জুনে আবার ট্র্যাকে ফিরব।’ এবার চোট থেকে ফিরেই স্বমহিমায় তিনি। তবে নীরজের স্বপ্ন ৯০ মিটার দূরত্ব অতিক্রম করা, যা এবারেও পারলেন না তিনি। 

এর আগে, নীরজ ৫ মে দোহায় আয়োজিত ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটারের থ্রোয়ে প্রতিযোগিতা জিতেছিলেন। এটিই এ মরশুমে নীরজের প্রথম টুর্নামেন্ট ছিল এবং তাতে অংশগ্রহণ করে শুরুটা দুরন্তভাবে করেন নীরজ। এ বছর হাঙ্গেরির বুদাপেস্টে ১৭ থেকে ২৭ অগাস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে। এটির পাশাপাশি ডায়মন্ড লিগ ফাইনাল এবং এশিয়ান গেমস, এই তিনটি এ বছরের সবথেকে বড় তিনটি প্রতিযোগিতা।

ভারতীয় ফুটবলে ফের আতলেতিকো মাদ্রিদ

ভারতীয় ফুটবলে ফিরল স্পেনের বিখ্যাত ক্লাব আতলেতিকো দে মাদ্রিদ । অতীতে আতলেতিকো দে কলকাতা একাধিকবার আইএসএল খেতাব জিতেছে। তবে সেই সম্পর্কে ছেদ পড়েছে বেশ কিছুদিন আগেই। তবে ফের একবার ভারত তথা কলকাতার এক সংস্থার সঙ্গেই জুটি বাধল অ্যাটলেটি। কলকাতার আরডিবি গোষ্ঠী , আতলেতি, অ্যান্ডোরার লিগ চ্যাম্পয়ন ইন্টার এস্কালেদল এবং এফসি অ্যান্ডোরা (FC Andorra) সম্মিলিতভাবে বারাণসীর প্রথম ফুটবল ক্লাব ইন্টার কাশী প্রতিষ্ঠা করল।