Monsoon Weather Update: গোটা দেশে ‘এন্ট্রি’ নিয়ে নিয়েছে বর্ষা! ঘোষণা আইএমডির, আগমন ‘স্বাভাবিক’ সময়ের কিছু দিন আগে

কেরলে গত ৮ জুনই পা রেখেছে বর্ষা। তবে দেশের বাকি অংশে তখনও সম্পূর্ণ আসেনি বর্ষা। এদিন, ২ জুলাই রবিবার, আইএমডির তরফে জানিয়ে দেওয়া হল যে, গোটা দেশে বর্ষা ঢুকে গিয়েছে। ফলে এবার বর্ষার দাপুটে ব্যাটিংয়ের অপেক্ষায় গোটা দেশ। বৃষ্টিপাতের দাপট এবছর কৃষকদের মুখে কতটা হাসি ফোটাবে, তার দিকেও তাকিয়ে গোটা দেশ।

রবিবারই কার্যত গোটা দেশেই ছেয়ে গিয়েছে বর্ষা। ফলে গোটা দেশে বর্ষা এন্ট্রি নিয়ে নিয়েছে একথা বলাই যেতে পারে। আইএমডির তরফে বলা হচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবার রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবে ঢুকছে। আর রবিবসরীয় মেজাজ নিয়েই এদিন বর্ষা ওই রাজ্যগুলিতে প্রবেশ করে গিয়েছে। আর এর হাত ধরেই এবার বলা যাবে, গোটা দেশে বর্ষা ঢুকে গিয়েছে। সাধারণত ৮ জুলাই দেশের সর্বত্র বর্ষা আসে। তবে ২০২৩ সালে সময়ের খানিকটা আগেই বর্ষা এসেছে। বলা ভালো ‘স্বাভাবিক’ সময়ের থেকে খানিকটা আগে এসেছে বর্ষা। 

সাধারণত ৮ জুলাই থেকে যে চেনা বর্ষণের চেহারা দেশ দেখে তার ৬ দিন আগে থেকেই এই মরশুম এন্ট্রি নিয়ে নিয়েছে। এর ফলস্বরূপদুর্গাপুজোর আগের মরশুমটি কেমন যেতে চলেছে, তা নিয়ে রয়েছে জল্পনা। এছাড়াও দুর্গাপুজোর সময়ে আদৌ বর্ষণ হেব কি না, এই লাখ টাকার প্রশ্ন নিয়েও অপেক্ষায় বাঙালি!

আইএমডি বলছে, ১ জুন থেকে এখনও পর্যন্ত যে পরিসংখ্যান আইএমডি দিয়েছে, তাতে দেখা গিয়েছে, তাতে বর্ষণের খামতি রয়েছে ১৩ শতাংশ। যা ১৩৬.৫ এমএম। দেশের ৪ রাজ্যে সবচেয়ে বেশি বর্ষণ হয়েছে। ১২ টি রাজ্যে জুন মাসে যে বর্ষণ হয়েছে তা স্বাভাবিক বলে জানিয়েছে আইএমডি। ১৪ টি রাজ্যে রয়েছে বর্ষণের কমতি। দেশের দুটি রাজ্যে সবচেয়ে বেশি বর্ষমের খামতি দেখা গিয়েছে।   

এদিকে, পুজোর বাজার করার জন্য যাঁরা এখনই মুখিয়ে রয়েছেন, তাঁদের জন্য রয়েছে একটি বার্তা! একটি নিম্ন চাপের ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরের এপর রয়েছে। আরও এক ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরের ওপরেও রয়েছে। ফলে আইএমডির তরফে সতর্কতা জারি হয়েছে দক্ষিণ, পশ্চিম, পূর্ব ও উত্তর পূর্ব ভারতের জন্য। ইতিমধ্যেই বর্ষার আগমন ধ্বনিত হওয়ার সময়েই উত্তর পূর্বের অসম বন্যার সম্মুখীন হয়েছে। ভয়াবহ বন্যায় সেখানে পরিস্থিতি গিয়েছে হাতের বাইরে। এদিকে, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছএ দক্ষিণ কর্ণাটক, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকল, কেরলায়। মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে কঙ্কণ গোয়া ও মধ্যপ্রদেশের কিছু জায়গায়। সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। ঝাড়খণ্ডে মঙ্গলবার রয়েছে বর্ষণের সম্ভাবনা। সোম থেকে বুধের মধ্যে বর্ষণের পূর্বাভাস ওড়িশায়।