Sourav Ganguly On Yuzvendra Chahal

নয়াদিল্লি: নিজের কব্জির মোচড়ে ভারতকে একাধিক ম্য়াচ জিতিয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিনি ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। তিনি আইপিএলেরও সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। কিন্তু কোনওভাবেই তিনি বিশ্বকাপের সময় জাতীয় দলে (Indian Cricket Team) সুযোগ পান না, বলেই হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 

চাহাল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পর্যন্ত পাননি। গত বছরের বিশ্বকাপে জাতীয় স্কোয়াডে থাকলেও, একটিও ম্যাচ খেলেননি তিনি। তবে এ বছরের বিশ্বকাপ ভারতের মাটিতেই খেলা হবে। স্পিন সহায়ক পিচে চাহালের মতো লেগ স্পিনারের থাকাটা জরুরি বলেই মনে করছেন সৌরভ। তিনি বলেন, ‘আমার মতে ভারতীয় ম্যানেজমেন্টকে এই বিশ্বকাপের জন্য একজন লেগ স্পিনারের প্রয়োজন। (রবীন্দ্র) জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন রয়েছে। অক্ষর পটেলও দলে রয়েছে, ও আমার মতে একজন অসাধারণ অলরাউন্ডার। (রবি) বিষ্ণোই, কুলদীপও (যাদব) রয়েছে। তবে কোনও না কোনও ভাবে চাহাল বড় টুর্নামেন্টগুলিতে সুযোগ পায় না। ২০ ওভারের ফর্ম্যাট হোক বা ৫০ ওভারের ফর্ম্য়াট, সীমিত ওভারের উভয় ফর্ম্যাটে ও ধারাবাহিকাবে পারফর্ম করে। ওর উপর নজর রাখাটা খুব জরুরি।’

তিনি আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললে লেগ স্পিনার কিন্তু দারুণ কার্যকরী হয়ে উঠে, পার্থক্য গড়ে দেয়। ২০১১ সালে দলে পীযূষ চাওলা ছিল। ও কিন্তু সেবার বেশ ভালই করেছিল।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?