Asian Games 2023: Boxing Federation Of India Announce Squad For The Mega Event

নয়াদিল্লি: সেপ্টেম্বর-অক্টোবর মাসে চিনে ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) আসর বসতে চলেছে। সেই মেগা ইভেন্টের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিল ভারতীয় বক্সিং ফেডারেশন (Boxing Federation of India)। রেকর্ড ছয়বার এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেতাবজয়ী শিবা থাপা (Shiva Thapa), টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী লভলিনা বড়গোঁহাই (Lovlina Borgohain), দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিনের (Nikhat Zareen) মতো তারকারা সেই দলে জায়গা রয়েছেন।

ছয়বার এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতলেও, শিবা কিন্তু এশিয়ান গেমসে এখনও একবারও পদক জিততে পারেননি। এবার ৬৩.৫ কেজি বিভাগে তাই নিজের প্রথম এশিয়ান গেমস পদক জয়ের জন্য মরিয়া হয়ে নামবেন শিবা। অপরদিকে, লভলিনা তিন বার করে বিশ্বচ্যাম্পিয়নশিপ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতলেও, তাঁরও দখলে এশিয়ান গেমসের পদক নেই। তিনি নিশ্চয়ই অধরা খেতাব জিততে ভীষণই আগ্রহী হবেন। মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে একাধিকবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে নিখাতের দখলে। তিনি ৫০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে এশিয়ান গেমসেরও পদক জিততে আগ্রহী হবেন।

ভারতীয় বক্সিং ফেডারেশনের সভাপতি অজয় সিংহ দল প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘এই শক্তিশালী স্কোয়াড আসন্ন ইভেন্টের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এবং ওরা যে দেশের মুখ উজ্জ্বল করবে, সেই নিয়ে কোনও সন্দেহ নেই। বক্সিংয়ের দুনিয়ায় ভারত সাম্প্রতিক সময়ে দারুণ উন্নতি করেছে এবং সেরাদের মধ্যে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। সদ্য সমাপ্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমাদের বক্সারদের দুরন্ত পারফরম্যান্স দেখে আমরা এটুকু নিশ্চিত যে আমরা ভবিষ্যতেও এমন পারফরম্যান্সই দেখব। ফেডারেশনের তরফ থেকে দলের সকলকে অনেক অনেক ধন্যবাদ।’

 

ভারতীয় দলে একদিকে যেমন প্রীতির মতো তরুণ বক্সাররা রয়েছেন, তেমনই সঞ্জিত কুমারের মতো অভিজ্ঞরাও কিন্তু রয়েছেন।

ভারতীয় বক্সিং স্কোয়াড

পুরুষ- দীপক (৫১) , সচিন (৫৭), শিবা থাপা (৬৩.৫), নিশান্ত দেব (৭১), লক্ষ্য চাহার (৮০), সঞ্জিত (৯২) এবং নরেন্দ্র (৯২+)

মহিলা- নিখাত জারিন (৫০), প্রীতি (৫৪), পারভিন (৫৭), জ্যাসমিন (৬০), অরুন্ধতি চৌধুরি (৬৬), লভলিনা বড়গোঁহাই (৭৫)

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ ‘সুপারফুড’