The Ashes: MCC Apologizes To Australian Cricket Team Following Long Room Altercation In 2nd Test

লন্ডন: অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের (ENG vs AUS 2nd Test) অ্যাশেজ সিরিজ (The Ashes 2023) মানেই হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে অনেক সময়ই আবেগের বাড়তি প্রকাশ লক্ষ্য করা যায়। লর্ডসে দ্বিতীয় অ্যাশেজ টেস্টেও এমনটাই ঘটল। বিখ্যাত লং রুমে এক সমর্থকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন দুই তারকা অজি ক্রিকেটার উসমান খাওয়াজা (Usman Khawaja) ও ডেভিড ওয়ার্নার (David Warner)। শেষমেশ আসরে নামতে হল এমসিসিকেও (MCC)। 

ঘটনার সূত্রপাত জনি বেয়ারস্টোর রান আউট ঘিরে। ক্যামেরন গ্রিনের এক বল ডাক করার পরেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান বেয়ারস্টো। উপস্থিত বিচারবুদ্ধির পরিচয় দিয়ে অজি কিপার অ্যালেক্স ক্যারি উইকেটে বল ছুড়ে মারেন। ঘটনা খতিয়ে দেখে তৃতীয় আম্পায়ার মারে ইরাসমাস বেয়ারস্টোকে আউট দেন। গোটা বিষয়টি মাঠে উপস্থিত দর্শকরা একেবারেই ভালভাবে নেননি। দর্শকরা অজিদের কটাক্ষ করে, ‘অজিরা আর বদলাল না। সবসময়ই চুরি করে।’ ধ্বনি তোলেন।

এই ধ্বনিতেই ক্ষিপ্ত খাওয়াজা এবং ওয়ার্নার মধ্যাহ্নভোজের সময় সাজঘরে ফেরার সময় লং রুমে এক বর্ষীয়াণ সমর্থকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। শেষমেশ নিরাপত্তারক্ষীরা তাঁদের আলাদা করতে বাধ্য হন। গোটা ঘটনাটায় ইংল্য়ান্ডের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানও চমকে যান। তিনি বলেন, ‘আমি তো আমার গোটা কেরিয়ারটা এখানে খেলে কাটিয়েছি। তবে এর আগে বিশেষত সাজঘরে কোনওদিনও এমন ঘটনার সাক্ষী থাকতে হয়নি।’

এবার গোটা ঘটনায় আসরে নামতে বাধ্য হল এমসিসি। তাঁরা বিষয়টির জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের কাছে ক্ষমা চেয়ে নেয়। এমসিসির তরফে বিবৃতিতে বলা হয়, ‘আজকের সকালের খেলার পর সকলেই আবেগতাড়িত ছিলেন। এবং দুর্ভাগ্যবশত জনা কয়েক সমর্থকের সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। আমরা অস্ট্রেলিয়ান দলের কাছে নিঃশর্থ ক্ষমা চাইছি। আর যে সদস্যরা আমাদের মান হারায় এমন কাজকর্ম করেছেন, তাঁদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। তবে কাউকে মাঠ থেকে তুলে বাইরে বের করার প্রয়োজন হয়নি। সৌভাগ্যবশত এই ঘটনার আর পুনরাবৃত্তি হয়নি এবং খেলা ইতিমধ্যেই আবার চালু হয়েছে।’ 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ ‘সুপারফুড’