Dipa Karmakar To Make A Comeback With Asian Games Selection Trials

নয়াদিল্লি: ২১ মাসের দীর্ঘ নির্বাসন। ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় কড়া শাস্তির মুখে পড়তে হয়েছিল দীপা কর্মকারকে (Dipa Karmakar)। তবে অবশেষে ২১ মাসের ‘বনবাস’ কাটিয়ে ফিরতে চলেছেন দীপা। এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালে (Asian Games Selection Trials) অংশ নিতে দেখা যাবে দীপাকে।

১১ জুলাই ও ১২ জুলাই ভুবনেশ্বরে এশিয়ান গেমসের ট্রায়াল আয়োজিত হবে। সেই ট্রায়ালে অংশ নেবেন ২৯ বছর বয়সি দীপা। তাঁকে ভারতীয় জিমন্যাস্ট ফেডারেশনের তরফে সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছে। ট্রায়াল শুরুর ঠিক আগের দিন অর্থাৎ ১০ জুলাই দীপার নির্বাসন শেষ হচ্ছে। তাই তাঁর ট্রায়ালে নামার জন্য কোনও বাধা রইল না। দীপার তরফেও পিটিআইকে জানানো হয়েছে যে তিনি আসন্ন ট্রায়ালে অংশ নিতে চলেছেন। দীপা বলেন, ‘ট্রায়ালে আমার অংশ নেওয়া নিশ্চিত। বিগত কয়েক মাস ধরে আমি আগরতলায় অনুশীলন করছি। আশা করা যায় সবকিছু ভালই হবে।’

২০১৮ সালে দীপা প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসাবে কোনও বিশ্বইভেন্ট জেতেন। পাঁচ বছর আগে তিনি তুরস্কতে আর্টিস্টিক জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ জিতেছিলেন। ওই বছরেই কট্টবাসেও ব্রোঞ্জ জেতেন তিনি। ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমস ও ২০১৫ সালে হিরোশিমায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক আসে দীপার ঝুলিতে। তবে নিজের কেরিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই চোট আঘাতে জর্জরিত হন দীপা। ২০১৭ সালে অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্টে চোটের কারণে তাঁকে অস্ত্রোপ্রচার করাতে হয়।

এই চোট নানাভাবে, বারংবার তাঁর কেরিয়ারে প্রভাব ফেলে। ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপের মতো অনেক ইভেন্টে অংশগ্রহণই করতে পারেননি। টোকিওতেও নামার যোগ্যতাঅর্জন করতে ব্যর্থ হন তিনি। এই বছরের ফেব্রুয়ারিতেই তাঁকে নিষিদ্ধ দ্রব্য হাইজিনামিন ব্যবহারের জন্য নির্বাসিত করে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি। এই উপাদানটি ফুসফুসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। ২০২১ সালের ১১ অক্টোবরে তাঁর সংগ্রহ করা নমুনায় এই নিষিদ্ধ দ্রব্য পাওয়া যায়। শাস্তির সময়কালে ইতিমধ্যেই ১৬ মাসের নির্বাসন কাটিয়ে ফেলায় এ বছরের জুলাইতেই তাঁর নির্বাসন শেষ হচ্ছে।

২১০৬ সালে বিশ্বেশ্বর নন্দীর তত্ত্বাবধানেই তিনি রিও অলিম্পিক্সে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। তিনি দীপার প্রত্যাবর্তন প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, ‘বিগত দুই, তিন মাস ধরে ও অনুশীলন করছে। বর্তমানে ট্রায়ালে ভাল পারফর্ম করাটাই কিন্তু ওর একমাত্র লক্ষ্য।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ ‘সুপারফুড’