Emiliano Martinez: Argentina World Cup Winning Goalkeeper And Lionel Messi’s Teammate Arrives At Kolkata

কলকাতা: আর্জেন্তিনার (Argentina Football Team) বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। ফাইনালে ফ্রান্সের ফুটবলারদের স্বপ্নভঙ্গ ঘটিয়েছিল তাঁর দুই হাত। লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ হয়েছিল বিশ্বকাপ জিতে। সোনালি ট্রফি মাথার ওপর তুলে ধরে উৎসবে মেতে উঠেছিলেন আর্জেন্তিনার ফুটবলাররা। আর গোল্ডেন গ্লাভস পেয়েছিলেন তিনি।

আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপার সেই এমিলিয়ানো মার্তিনেজ় (Emiliano Martinez) সোমবার বিকেলে পৌঁছে গেলেন কলকাতায়। তাঁকে দেখতে কলকাতা বিমানবন্দরে উপচে পড়ল ভিড়। বাংলাদেশ থেকে কলকাতায় পা রেখে বাইপাসের ধারে হোটেলে উঠেছেন মার্তিনেজ়। মঙ্গল ও বুধবার কলকাতায়, রিষড়ায় একাধিক কর্মসূচি রয়েছে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপারের। মোহনবাগান ক্লাবে ও মিলন মেলা প্রাঙ্গনেও তাঁর অনুষ্ঠান রয়েছে। সোমবার বিকেলে হোটেলে পৌঁছে দূরে দৃশ্যায়মান মিলন মেলার দিকে আঙুল নির্দেশ করে ছবি তোলেন মার্তিনেজ়। তাঁকে কলকাতায় আনার উদ্যোক্তা নিজের ফেসবুকে সেই ছবি পোস্টও করেন।

সোমবার বিকেলে মার্তিনেজ় কলকাতায় এসে পৌঁছতেই তাঁকে সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে বরণ করা হয় মোহনবাগানের তরফে। ক্লাব সচিব দেবাশিস দত্ত উপস্থিত ছিলেন বিমানবন্দরে। মার্তিনেজ়কে দেখার জন্য বিমানবন্দরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন মার্তিনেজ়। তিনি বলেন, ‘ভারতে আসার স্বপ্ন ছিল অনেকদিনের। সেই স্বপ্ন পূরণ হয়েছে। দীর্ঘ বিমানযাত্রার পর কলকাতায় এসে খুবই উত্তেজিত লাগছে। খুবই ভাল লাগছে।’

বিমানবন্দর থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের একটি অভিজাত হোটেলে। মার্তিনেজ মঙ্গলবার বিকেলে হাজির হবেন মোহনবাগান মাঠে। কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন তিনি। এছাড়া মোহনবাগানের কর্মসমিতির সদস্যদের সঙ্গে দেখা করবেন। মোহনবাগান ক্লাবের গেট উদ্বোধন করবেন মার্তিনেজ়। তাঁর হাতে তুলে দেওয়া হবে মোহনবাগান রত্ন স্মারক।

 


কলকাতায় আসার আগে বাংলাদেশে গিয়েছিলেন মার্তিনেজ়। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি।

আরও পড়ুন: ABP Exclusive: প্রথম ভারতীয় হিসাবে ইন্দোনেশিয়া লিগ খেলছেন, এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনই সংকল্প স্বস্তিকার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial