Mutual fund: PPF, FD-র থেকে অনেক বেশি রিটার্ন দিল এই ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি

মিউচুয়াল ফান্ডে লগ্নি করার কথা অনেকেই ভাবেন। কিন্তু শেষ পর্যন্ত তারা সঠিক তথ্যের অভাবে করে উঠতে পারেন না। এটা ঠিকই মিউচুয়াল ফান্ডে রিটার্ন সাধারণ এফডি ও পিপিএফের থেকে অনেকই বেশি। কিন্তু ঝুঁকি আছেই সে আপনি ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, ইনডেক্স ফান্ড যেখানেই টাকা ঢালুন না কেন।

Flexi-cap mutual funds ঠিক কী-

লার্জ ক্যাপ, মিড ক্যাপ ও স্মল ক্যাপ, সবেতেই ইনভেস্ট করা হয় ফ্লেক্সি-ক্যাপ স্কিমে। এর ফলে ঝুঁকি কিছুটা কমানো হয়। ন্যূনতম লগ্নি ইক্যুটিতে মোট লগ্নির কমপক্ষে ৬৫ শতাংশ হতে হয় ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে। নভেম্বর ২০২০-তে এই ক্যাটেগরি বাজারে এসেছে।

বিভিন্ন বিশেষজ্ঞ জানিয়েছেন যে কোন ফ্লেক্সি ক্যাপে টাকা খাটানো বুদ্ধিমানের কাজ হবে।

Best Flexicap Mutual Funds

শেয়ার ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট রবি সিংয়ের মতে সেরা রিটার্ন পেতে পারেন-

১.JM Flexicap Fund, বছরে ১৭.৫ শতাংশ রিটার্ন।

২.HDFC Flexi Cap Fund, বছরে ১৬.৯৩ শতাংশ রিটার্ন।

3)ICICI Prudential Flexicap Fund, বছরে ১৫.৩৯ শতাংশ রিটার্ন।

বিনীত খান্ডারে, ফান্ডবাজারের সিইও জানিয়েছেন সেরা রিটার্নের জন্য তাঁর পছন্দের শেয়ারের নাম-

1)HDFC Flexi Cap Fund

2)ICICI Prudential Flexi Cap Fund

3)Edelweiss Flexi Cap Fund

গত এক বছরে সেরা রিটার্ন কোন ফ্লেক্সি ফান্ড দিয়েছে তার তালিকা দিয়েছে ভ্যালু রিসার্চ।

নাম রিটার্ন
JM Flexicap Dir ৩২.১৩%
360 One Focused Eqt Dir ৩০.১৮%
HDFC Flexi Cap Dir ৩০.১%
DSP flexi Cap Dir- ২৭.৩৩%
Franklin Ind Focuses Eqt Dir ২৬.৭৫%
Bank of India Flexi Cap Dir ২৬.৬৪%
Edelweiss Flexi Cap Di ২৫.৮৮%
Canara Robeco Focuses Eqt Dir ২৫.৮৬%
Franklin Ind Flexi Cap Dir ২৪.৩৭%
Bandhan Focussed Equity Dir ২৩.২২%

তবে শেষ বিচারে বিশেষজ্ঞদের কথা একদিকে, আপনার নিজের প্ল্যানিং ও প্রস্তুতি অন্যদিকে। ভালো করে জেনে বুঝে চোখ-কান খুলে সজাগ হয়েই টাকা ইনভেস্ট করুন। পিএফ ও এফডি-র ক্ষেত্রে যে নিশ্চিন্ত বোধ আছে, সেটা মিউচুয়াল ফান্ডে নেই। তাই ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও ইচ্ছে থাকলে তাহলেই টাকা খাটান এখানে।