Sania Mirza Would Be Seen Playing In Wimbledon 2023

লন্ডন: পেশাদার খেলোয়াড় হিসাবে এ বছরের শুরুতেই টেনিসকে বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা (Sania Mirza)। তবে তা সত্ত্বেও এবারের উইম্বলডনে (Wimbledon 2023) খেলতে দেখা যাবে সানিয়া মির্জাকে।

ভারতের কিংবদন্তি টেনিস তারকাকে অবশ্য মূলপর্বে খেলতে দেখা যাবে না। বিশ্বের প্রাক্তন এক নম্বর ডাবলস তারকা খেলবেন কিংবদন্তিদের বিভাগে। সানিয়া লেডিস লেজেন্ডস ইনভিটেশন ডাবলস বিভাগে খেলবেন তিনি। গ্রেট ব্রিটেনের জোহানা কোন্টার সঙ্গে জুটি বেঁধেই তিনি ঘাসের কোর্টে খেলতে নামবেন। সানিয়া সদ্যই রিটায়ার করলেও, তাঁর পার্টনার কিন্তু ২০২১ সালেই খেলোয়াড় হিসাবে অবসর নিয়েছিলেন। সানিয়া মির্জার বাবা ইমাম মির্জাই তাঁর মেয়ের উইম্বলডনে খেলার কথা নিশ্চিত করেন।

নিজের সোশ্যাল মিডিয়ায় ইমাম মির্জা সেই টুর্নামেন্টের সূচিও সকলের সঙ্গে ভাগ করে নেন। এই টুর্নামেন্টে কিন্তু সানিয়ার পাশাপাশি আরও একগুচ্ছ কিংবদন্তিদের অংশগ্রহণ করতে দেখা যাবে। সানিয়ার প্রাক্তন ডাবলস পার্টনার মার্টিনা হিঙ্গিস, চার বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী কিম ক্লাইস্টার্সরা এই টুর্নামেন্ট খেলবেন।

প্রসঙ্গত, এ বছরে উইম্বলডনের মূলপর্বে একমাত্র ভারতীয় হিসাবে কিন্তু রোহন বোপান্নাকেই খেলতে দেখা যাবে। ৪৩ বছর বয়সি ভারতীয় তারকা অস্ট্রেলিয়ার ম্যাথেউ এবডেনের সঙ্গে জুটি বেঁধে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে খেলতে নামবেন। ৫ জুলাই পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডে আর্জেন্তিনার গুইলার্মো ডুরান ও টমাস মার্টিন এটচেভারির মুখোমুখি হবেন বোপন্নারা।

এই স্ল্যামে কিন্তু সবার নজর থাকবে নোভাক জকোভিচের উপর। এই মুহূর্তে বিশ্ব টেনিসে পুরুষদের মধ্যে সর্বাধিক গ্র্যান্ডস্লামের (Grand Slam) মালিক তিনি। কিন্তু থামতে রাজি নন নোভাক জকোভিচ। ঘাসের কোর্টে সাতটি গ্র্যান্ডস্লাম রয়েছে তাঁর ঝুলিতে। সংখ্যাটা আরো বাড়িয়ে নিতে মরিয়া জোকার।

জোকার বলছেন, ”আমি এখনও একইরকম ক্ষুধার্ত। এখনও আরও অনেক গ্র্যান্ডস্লাম জিততে চাই। এখনও আরও অনেক সাফল্য পেতে চাই টেনিস। আমার শরীর ও মন এখনও চাঙ্গা। সর্বােচ্চ পর্যায়ে পারফরম্য়ান্সের জন্য় নিজেকে এখনও তৈরি রেখেছি।” ২৩ গ্র্যান্ডস্লামের মালিক আরও বলেন, ”ফরাসি ওপেন জয়ের পর অনেকেই আমার কাছে এসে আমাকে শুভেচ্ছা জানিয়েছিল। কত বড় অ্যাচিভমেন্ট, তা বুঝতে পারছিলাম গ্র্যান্ডস্লাম জয়ের নিরিখে। কিন্তু একই সঙ্গে আমার মন ঠিক তখন থেকেই উইম্বলডনের জন্য় ভাবা শুরু করে দিয়েছিল। এটাই একজন পেশাদার টেনিস প্লেয়ারের সঙ্গে হয়ে থাকে। পরের টুর্নামেন্ট, পরের লক্ষ্য নিয়ে ভাবা ও প্রস্তুতি শুরু করে দিতে হয়।”

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ ‘সুপারফুড’