Abhijit Ganguly: হাইকোর্টে বসে চাকরি বিক্রি করছিলেন আদালতেরই কর্মী, জেলে ভরলেন অভিজিৎ গাঙ্গুলি

হাইকোর্টে বসেই স্কুলের গ্রুপ ডির চাকরি বিক্রির অভিযোগ। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে হাইকোর্টেরই কর্মীকে গ্রেফতারির নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশে স্বপন জানা নামে ওই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগকারী হরেকৃষ্ণ রণজিৎ একজন দৃষ্টিহীন ব্যক্তি। তাঁর দাবি, তাঁকে স্কুলে গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে ১ লক্ষ ২৫ হাজার টাকা দাবি করেন হাইকোর্টের বাদীপক্ষের নথি সংরক্ষণ বিভাগের কর্মী স্বপন জানা। মামলা করে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। সেই মতো মামলা দায়ের ও তার দ্রুত শুনানির ব্যবস্থা করার নামে ২ দফায় হরেকৃষ্ণবাবুর কাছ থেকে ৪৫ হাজার টাকা নেন তিনি। কিন্তু চাকরি হয়নি তাঁর। প্রতারিত হয়েছেন বুঝে আদালতের দ্বারস্থ হন দৃষ্টিহীন ওই ব্যক্তি।

মঙ্গলবার মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠলে অভিযোগকারীর কাছে টাকা দেওয়ার নথি দেখতে চান বিচারপতি। অনলাইনে টাকা পাঠানোর নথি তাঁকে দেখান অভিযোগকারী। এর পর স্বপনবাবুকে তলব করেন বিচারপতি। স্বপনবাবু টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। এর পর ডেপুটি শেরিফকে ডেকে পাঠান বিচারপতি। তাঁকে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অবিলম্বে স্বপন জানাকে গ্রেফতার করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।