Vodafone Idea data pack: ২৪ টাকায় আনলিমিটেড ডেটা! নয়া প্ল্যান Vodafone Idea-র, চালু করা হল আরও ১টি প্যাক

ডেটা ব্যবহারের সর্বোচ্চসীমা পেরিয়ে গিয়েছে? কিন্তু ইন্টারনেট ছাড়া তো চলবে না। সেই পরিস্থিতিতে বেশি টাকা রিচার্জ না করে সস্তার ডেটা প্যাক চালু করল ভোডাফোন আইডিয়া। আপাতত দুটি প্রিপেড প্যাক চালু করা হয়েছে। যে দুটি প্রিপেড প্ল্যানের মাধ্যমে কম টাকা দিয়েই কয়েক ঘণ্টা হাইস্পিড ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ভোডাফোন-আইডিয়ার তরফে দাবি করা হয়েছে, টেলিকম সংস্থা যে দুটি প্যাক এনেছে, তাতে কিশোর-কিশোরী এবং যুবক-যুবতীরা উপকৃত হবে। যাঁরা বিভিন্ন কাজে প্রচুর ডেটা ব্যবহার করে থাকেন। ফলে নির্দিষ্ট সময়ের আগেই দিনে সর্বোচ্চ ডেটা ব্যবহারের কোটা শেষ করে ফেলেন। 

আরও পড়ুন: Reliance Jio launches 999 phone: ৯৯৯ টাকার ফোনেই ইন্টারনেট! JioBharat আনল রিলায়েন্স, খরচ কম ৩০%, পাবেন ৭ গুণ ডেটা

ভোডাফোন আইডিয়ার নয়া ‘সুপার হাওয়ার’ এবং ‘সুপার ডে’ ডেটাপ্যাক

টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়ার নয়া ‘সুপার হাওয়ার’ ডেটাপ্যাকে খরচ পড়বে ২৪ টাকা। সেই ডেটাপ্যাকের ভ্যালিডিটি হল ৬০ মিনিটের। অর্থাৎ এক ঘণ্টার বাড়তি ডেটাপ্যাকের জন্য ২৪ টাকা খরচ পড়বে। সেইসময় আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বিষয়টি আরও সহজ করে বলতে গেলে নয়া ‘সুপার হাওয়ার’-র আওতায় ২৪ টাকা দিয়ে এক ঘণ্টা যত খুশি ডেটা ব্যবহার করতে পারবেন ভোডাফোন আইডিয়ার গ্রাহকরা।

আরও পড়ুন: Mutual fund: PPF, FD-র থেকে অনেক বেশি রিটার্ন দিল এই ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি

অন্যদিকে, ‘সুপার ডে’ ডেটাপ্যাকের ভ্যালিডিটি হল ২৪ ঘণ্টা বা একদিন। ৪৯ টাকা দিয়ে সেই ডেটাপ্যাক ব্যবহার করতে পারবেন ভোডাফোন আইডিয়ার গ্রাহকরা। তাতে দিনে ছয় জিবি (6GB) ডেটা মিলবে। তবে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ভোডাফোন আইডিয়ার নয়া ‘সুপার হাওয়ার’ এবং ‘সুপার ডে’ ডেটাপ্যাকের ক্ষেত্রে ভয়েস কলিং, এসএমএস অথবা বাড়তি কোনও সুযোগ-সুবিধা মিলবে বলে জানিয়েছে ভোডাফোন আইডিয়া কর্তৃপক্ষ।

এমনিতে ভোডাফোন আইডিয়ার তরফে জাবানো হয়েছে, যুবপ্রজন্মের চাহিদার সঙ্গে পাল্লা দিতে দুটি নয়া ডেটাপ্যাক (‘সুপার হাওয়ার’ এবং ‘সুপার ডে’) চালু করেছে ভোডাফোন আইডিয়া। সেই দুটি ডেটাপ্যাকের ফলে কোনওরকম বিভ্রাট ছাড়াই ভোডাফোন আইডিয়া প্রিপেড ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 

সেইসঙ্গে ভোডাফোন আইডিয়ার তরফে জানানো হয়েছে, সেই ডেটাপ্যাকের মাধ্যমে সিনেমা দেখা যাবে, ভিডিয়ো স্ট্রিম করতে পারবেন, গান শুনতে পারবেন, গেম খেলতে পারবেন, ইন্টারনেট সার্ফিং করতে পারেন, কাজ করতে পারবেন এবং পড়াশোনা করতে পারবেন গ্রাহকরা।