Curse of 35: ৩৫ বছর বয়সটাই নাকি অভিশাপ! কেন একথা বলা হচ্ছে চিনে

বয়স বাড়লেই ছাঁটাইয়ের ভয় যেন পেয়ে বসে। বয়সের সঙ্গে সঙ্গে কমতে থাকে কাজ করার উদ্যম। একইসঙ্গে বসের সুনজরে না থাকলে কাজ থেকে মাইনে সবেতেই বেনিয়ম হতে পারে। সাধারণত ৩০ বছর বয়স থেকে চাকরির ক্ষেত্রে অনেকটাই স্থিরতা আসে। দৃঢ়ভাবে পথ চলা শুরু হয়। একইসঙ্গে পরিবার পরিকল্পনা থাকে‌‌। থাকে বিয়ে থেকে সন্তান পালনের পরিকল্পনা। নিজের একটি বাড়ি, গাড়ি তৈরির কথাও ভাবেন অনেকে। তবে এতকিছুর মধ্যে যদি চাকরি নিয়ে অনিশ্চয়তা থাকে? সম্প্রতি এই সমস্যাতেই ভুক্তভোগী চিনের অধিকাংশ চাকুরিজীবীরা। তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমছে চাকরির নিশ্চয়তা। বসের সুনজর তো সবার উপর থাকে না। তাই বাড়ছে সমস্যা। বয়স বাড়তেই ছাঁটাইয়ের ভয় বাড়ছে। সেই ভয়ে কমছে বিয়ে সমেত পরিবার পরিকল্পনার প্রবণতাও। এমনকী এসব নিয়ে ভাবতেই ভয় পাচ্ছেন অনেকে। 

আরও পড়ুন: যমজ সন্তানের বাবা অন্য কেউ! IVF করতে গিয়ে বিপত্তি, মিলল দেড় কোটি ক্ষতিপূরণ

আরও পড়ুন: ল্যাপটপ সাফ রাখা বড় দায়! সেরা উপায়টি জেনে নিন ধাপে ধাপে

সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে এমন দিকই তুলে ধরা হয়েছে। তাতে দেখা গিয়েছে, বয়স ৩৫-এর কোঠায় পৌঁছালে চাকরি নিয়ে রীতিমতো আশঙ্কা বাড়ছে তরুণদের মনে। চাকরি থাকবে কি থাকবে না এই সংশয়ে ভুগছেন অনেকে। শুধু তাই নয়, কমবয়সিদের নিয়োগ করার প্রবণতাও বাড়ছে বিভিন্ন সংস্থায়। এর ফলে চাকরির সুযোগ হারাচ্ছেন অপেক্ষাকৃত বয়সে বড়রা। তবে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, কোভিডের পর এই প্রবণতা আরও বেড়ে গিয়েছে।‌ আইন মোতাবেক, এতে দোষেরও কিছু নেই। তাই পরিবার পরিকল্পনা, বিয়ে করা ইত্যাদি নিয়ে কেউই বেশি ভাবতে রাজি নন। কোভিডের পর যারা ৩৫-এর কোঠায় পৌঁছেছেন, তাদের মধ্যে অনেকটাই বেড়েছে এই আশঙ্কার হার। 

ওই সাম্প্রতিক প্রতিবেদনে চিনের তিনটি বড় সংস্থার কর্মীনিয়োগের ছবিও তুলে ধরা হয়। তাতে দেখা যায়, কোভিডকালের তুলনায় সম্প্রতি নিয়োগের অনেকটাই কমেছে বাইদু, আলিবাবা ও ট্যানসেন্টে। ২০২৩ সালের প্রথম তিন মাসে ৯ শতাংশ কমেছে এই হার। এছাড়াও চিনের বিভিন্ন রিয়েল এস্টেট ব্যবসাতে হাল আরও খারাপ। ৩০ থেকে ৭০ কর্মী ছাঁটাই হয়েছে সেই বিভাগগুলিতে।‌ এর সরাসরি প্রভাব পড়েছে বিয়ের হারেও। ২০২১ ও ২০২২ সালের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে কমেছে বিয়ের হার। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ১০ শতাংশ কমেছে বিয়ের হার। ১৯৮৬ সাল থেকে যা সর্বনিম্ন। ফলে সব মিলিয়ে ৩৫ বছর বয়সকে আভিশাপ বলেই মনে করছেন অনেকে।